[Total_Soft_Poll id=”2″]
ট্রেন সরকারী সম্পত্তি। আর সেটাই ভোট প্রচারে হাতিয়ার করেছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ করল তৃণমূল। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই বৈঁচি স্টেশনের কাছে দাঁড় করিয়ে রাখা হয়েছে কুম্ভমেলা এক্সপ্রেসের কয়েকটি কামরা। আর তার গায়েই পড়েছে বিজেপির সঙ্কল্প যাত্রার পোস্টার।
তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করা হচ্ছে। তাদের দাবি নির্বাচনী আচরণবিধি লাগু থাকা সত্ত্বেও সরকারি সম্পত্তিকে প্রচারের হাতিয়ার হিসেবে কি করে ব্যবহার করছে বিজেপি।
তাঁরা এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার কথা ভাবছেন। তাদের দাবি সঙ্কল্প যাত্ৰার সব পোস্টারেই মোদীর ছবি ও বিজেপির জাতীয় প্রতীকের ছবি। নির্বাচন কমিশনের কাছে বিষয়টি তুলে ধরবে বলে জানান হুগলির কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল।
[Total_Soft_Poll id=”3″]