আমরা একা লড়ে যাচ্ছি বিজেপি-র বিরুদ্ধে। কংগ্রেস-সিপিএম ভয় পাচ্ছে। মঙ্গলবার ইসলামপুরের জনসভা থেকে এ কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বলেন, ‘বাংলায় বিজেপি-র বিরুদ্ধে একাই লড়াই করছে, তৃণমূল। আর কেউ নয়। কংগ্রেস সিপিএম ভয় পাচ্ছে। বরং বিজেপি,কংগ্রেস, সিপিএম- সবাই এক। জগাই-মাধাই-গদাই’।
[Total_Soft_Poll id=”2″]
স্থানীয় সিপিএম সাংসদ তথা এ বারেও প্রার্থী মহম্মদ সেলিমকে তুলোধোনা করে মমতা বলেন, ‘সেলিম পাঁচ বছর ধরে কিচ্ছু করেননি। পার্লামেন্টে আমাদেরকে চোর বলছে, আর বিজেপি-কে সাধু বলছে।‘রায়গঞ্জে সিপিআইএম কোনও কাজ করেনি বলেও অভিযোগ করেন মমতা। কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির নাম না করে মমতা বলেন, ‘কংগ্রেসকেও ভোট দেবেন না। ওদের বলুন রাজস্থানে গিয়ে লড়তে, মধ্যপ্রদেশে গিয়ে লড়তে’।
একই সঙ্গে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন মমতা। কারণ, তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। মোদীকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোদী ফ্যাসিবাদের সম্রাট। হিটলার বেঁচে থাকলেও লজ্জা পেত। চোখ দুটো দেখলে মনে হয় গিলে খাবে।‘
[Total_Soft_Poll id=”3″]