আসন্ন লোকসভা ভোটে দেশজুড়ে বইছে মোদী বিরোধী হাওয়া। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পরে এতটুকুও কাজ না করার জন্যে দেশের মানুষ রীতিমত বীতশ্রদ্ধ তাঁর ওপর। নির্বাচনী প্রচারে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিরোধী নেতারাও। এবার কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী মোদীর বিরুদ্ধে আনলেন এক বিস্ফোরক অভিযোগ। তিনি জানালেন, ক্যামেরার সামনে আসার আগে নাকি মুখে মেকআপ করেন মোদী, এমনকি করেন ওয়্যাক্সিংও!
[Total_Soft_Poll id=”2″]
বেঙ্গালুরুর একটি নির্বাচনী জনসভায় গিয়ে কুমারস্বামী বলেন, বিজেপি নেতারা তাঁদের প্রার্থীদের জন্য ভোট চাইছেন না। তাঁরা নরেন্দ্র মোদীর মুখ দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, “ক্যামেরার সামনে আসার আগে নিজের মুখে গ্লো আনতে সকালবেলা মেকআপ ও ওয়্যাক্সিং সেরে নেন নরেন্দ্র মোদী। কিন্তু আমরা, সকালে উঠে মুখ ধুয়ে স্নান করেই বাইরে বেরিয়ে পড়ি। আমাদের মুখ ক্যামেরায় ভালো দেখায় না। সে জন্য আমাদের সংবাদমাধ্যমের বন্ধুরাও আমাদের মুখ দেখাতে চান না, তাঁরা শুধু মোদীর মুখ দেখান।”
কর্নাটকে মোদীর অবদান নিয়েও প্রশ্ন তোলেন কুমারস্বামী। কংগ্রেস ও জে ডি এস-সরকারের স্থায়ীত্ব নিয়ে কোনও সংশয় বলে জানিয়ে তিনি বলেন, ‘চিন্তা করবেন না। আমার সরকার স্থায়ী। জনতার আশীর্বাদ আমাদের উপর আছে। লোকে যা বলছে বলতে দিন।’
কিন্তু কুমারস্বামীর এহেন অভিযোগে রীতিমত নড়েচড়ে বসেছে দেশের রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, রাজনীতির মঞ্চ কি ফ্যাশন শো নাকি গ্ল্যামার ওয়ার্ল্ড? যেখানে মানুষের কাজ করাটাই মুখ্য, সেখানে মেকআপ করে সকলের সামনে আসার কি মানে? বিরোধীরা বলতে থাকেন, কৃষকদের অবস্থা আরও খারাপ হচ্ছে আর সেখানে মোদী মেকআপ করছেন! বলা বাহুল্য মোদী এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তবে সব কি আর উড়িয়ে দিলেই ওড়ানো যায়?
[Total_Soft_Poll id=”3″]