গতকাল কুলটিতে তৃণমূলের প্রচারে এসেছিলেন মুনমুন সেন। সেখানে নীলকন্ঠ মন্দিরে শিবের মাথায় জল ঢেলে, আকন্দ ফুলের মালা পড়িয়ে প্রার্থনা করেন। তারপর ভোটের প্রচারে নামেন। মন্দিরে মুনমুনের সঙ্গে ছিলেন আসানসোলের ডেপুটি মেয়র তবসুম আরা। প্রার্থনা শেষে মুনমুন বলেন, “এটাই আমাদের বাংলার সংস্কৃতি। আমাদের কারোর প্রতি বিদ্বেষ, ঘৃণা নেই। আমরা সবাইকে নিয়ে থাকতে পারি”।
[Total_Soft_Poll id=”2″]
কুলটিতে তাঁকে দেখার জন্য মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। এই সভার বক্তৃতায় মুনমুন বিজেপি-কেই বার্তা দিতে চেয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন মুনমুন সেন। মানুষের পাশে থেকে মানুষের জন্য উন্নয়ন করবার জন্যই তিনি এই কর্মযজ্ঞে নেমেছেন। প্রচারে তিনি বিরোধীদের দু’কদম পেছনে ফেলে দিচ্ছেন। প্রতিদিনের কর্মসূচীতে থাকছে পাঁচ-ছটি করে সভা বা দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা। দলের কর্মীরা বলেন, ২০১৪ সালের নির্বাচন আর এবারের নির্বাচন অনেক আলাদা। এবার মুনমুন সেনের সঙ্গে কোমর বেধে নেমেছেন দলের কর্মীরা। তা দলের পক্ষে অত্যন্ত ভালো।
[Total_Soft_Poll id=”3”]