নির্বাচন যত সামনে আসছে তত যেন সাধারণ মানুষের ক্ষোভ সামনে আসছে বিজেপি সরকারের বিরুদ্ধে। বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণ একাধিক। সে চাকরির বিষয় হোক বা কৃষকদের উন্নয়ন বিজেপি গাল ভরা আশ্বাস দিলেও কাজের কাজের কিছুই যে করে তা বারে বারে উঠে এসেছে সাধারণ মানুষের ক্ষোভের মধ্যে দিয়ে।
[Total_Soft_Poll id=”2″]
নির্বাচন শুরু হতে আর কিছু মাত্র সময় বাকি। আর তার আগে একটি সমীক্ষা আরো চাপ বাড়ালো বিজেপি শিবিরের। সোমবার প্রকাশিত একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি জোটের রথ থেমে যাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আগেই। বলা হয় সংখ্যাগরিষ্ঠতার জন্যে যা আসন প্রয়োজন তার থেকে অনেক কম আসন পাবে বিজেপি জোট। সি ভোটারের এই সমীক্ষায় দাবি করা হয় বিজেপি জোট একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
রাজনৈতিক মহলের মতে দেশ জুড়ে তৈরি হয়েছে বিজেপি বিরোধী হাওয়া। বিজেপির শাসন কালে বেকারত্বের হার সর্বোচ্চ বিগত ৪৫ বছরের মধ্যে। বছরে ২ কোটি চাকরি হোক বা ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি, কোনো কথাই রাখেনি বিজেপি সরকার বলে অভিযোগ। অভিযোগ ওঠে বিমুদ্রাকরণ ও জিএসটি-র মত তুঘলকি সিদ্ধান্তের জন্যে মানুষ আরো ক্ষুব্ধ বিজেপির ওপরে।
[Total_Soft_Poll id=”3″]