সর্বভারতীয় স্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিয়ে এগিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়। গতবছর উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলির র্যাংকে কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল ১৪ নম্বরে৷ এবার সর্বভারতীয় স্তরে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান পাঁচ নম্বরে। যাদবপুর আছে ছ’য়ে। অন্যদিকে, দেশের সেরা ১০ কলেজের মধ্যে স্থান করে নিল বাংলার দুই কলেজ। রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজ এবং সেন্ট জেভিয়ার্স কলেজ।বাংলার রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজ পুরো ভারতের মধ্যে আছে অষ্টম স্থানে। আর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের স্থান দশম।
[Total_Soft_Poll id=”2″]
দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে সামগ্রিকভাবে সেরা হয়েছে আইআইটি-মাদ্রাজ। ভারতের সেরা দশটি প্রতিষ্ঠানের মধ্যে সাতটিই আইআইটি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স- ব্যাঙ্গালোর এবং আইআইটি- দিল্লী যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। দিল্লীর জেএনইউ রয়েছে সপ্তম স্থানে এবং বারানসী অথাৎ বিএইচইউ দশম স্থানে রয়েছে। সোমবার কেন্দ্রীয় মানব সম্পদ বিকাশ মন্ত্রক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলির র্যাংকিং প্রকাশ করেছে। দেশের মধ্যে সেরা কলেজ হয়েছে দিল্লীর মিরান্ডা হাউজ।
[Total_Soft_Poll id=”3″]