বিজেপি বিরোধী মহাজোট হচ্ছেই। স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে আত্মবিশ্বাসী মমতা। সঙ্গে এই জোটে ঔচিত্যের খাতিরেই কংগ্রেসের যোগ দেওয়া উচিৎ বলেও মনে করেন তৃণমূল নেত্রী।
এদিনের সাক্ষাৎকারে বিজেপি বিরোধী জোটের সম্ভাবনার কথায় মমতা বলেন, ‘একশো-তে একশো শতাংশ৷ দেখছেনই তো কত রাজ্যে বিরোধী জোট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে৷ এছাড়া বিজেপি-র সঙ্গে অনেক জায়গায় অনেক পার্টির জোট হয়েছে৷ আমি বিশ্বাস করি না পরে তারা বিজেপি-কে সমর্থন করবে৷ সব আঞ্চলিক দলগুলিই একজোট হয়ে যাবে৷ এবং একটা জাতীয় দলকে এদের সমর্থন দিতে হবে৷’ এ জন্যই কংগ্রেসের এগিয়ে আসা উচিৎ জানিয়ে মমতা বলেন, ‘ কংগ্রেসের করা উচিৎ। যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী৷ সারে জাহা সে অচ্ছা, হিন্দুস্তান হমারা -তে বিশ্বাস করে তাদের এগিয়ে আসা উচিৎ৷’
কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের সঙ্গে লড়াই করছে কংগ্রেস। এটাকে বৃহত্তর স্বার্থেই দেখছেন মমতা। তিনি বলেন, ‘কেউ ভুল করলে আমাকেও ভুল করতে হবে, সেটা আমি বিশ্বাস করি না৷ তারা দু’টো আসন পাওয়ার জন্য যা খুশি বলতে পারে৷ আমি কিন্তু এটা করি না৷ কারণ এটাই আমার সঙ্গে ওদের পার্থক্য৷ কারণ আমি বৃহৎ স্বার্থটা দেখি এরা ক্ষুদ্র স্বার্থটা দেখে৷’
বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়েও লাগাতার আক্রমণ শানাচ্ছে বিজেপি। তাদের সমালোচনা উড়িয়ে মমতা বলেন, ‘ধুর ওদের কথা ছাড়ুন তো। রবীন্দ্রনাথের একটা গান মনে করিয়ে দিই, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে…৷ ওদের একা দাম্ভিক মোদী থাকলেও আমাদের মধ্যে জনগনের নেতা অনেকে রয়েছেন৷ ভোটের পরে সব ঠিক করে নেব আমরা, কে প্রধানমন্ত্রী হবেন।’
