এবার অভিযোগ উঠল রাজধানী এক্সপ্রেসে মদের আসর বসানোর। অভিযোগ ওঠে রেল কর্মীদেরই বিরুদ্ধে। এই খবর প্রকাশিত হওয়ার পর তোলপাড় সারা দেশ।
একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মুম্বাই – দিল্লী রাজধানী এক্সপ্রেসে মদের আসর বসান রেল কর্মীরা। অভিযোগ ওঠে ওই ভিভিআইপি ট্রেনে ওঠার মত পাস ছিল না ওই ৬ রেল কর্মীর। অভিযুক্তদের মধ্যে দুজন অফিসার পদের।
মদের আসর বসানোর অভিযোগে ওই ৬ জনকে জরিমানা করে পশ্চিম রেলের ভিজিলেন্স বিভাগের ফ্লাইং স্কোয়াড।জরিমানা স্বরূপ আদায় করা হয় প্রায় ৫ হাজার ৭৫০ টাকা।
অভিযুক্তদের মধ্যে একজন একজন ভিজিলেন্স ইন্সপেক্টর এবং অপর একজন মুম্বই ডিভিশনের কমার্সিয়াল ম্যানেজার।
ট্রেনের মধ্যে মদের আসর বসানো অপরাধ জানা সত্বেও আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই কাজটি করেন ওই ৬ রেল কর্মী।
বিভিন্ন সময় প্রশ্ন ওঠে রেলের যাত্রীদের সুরক্ষা নিয়ে। রেল কর্মীদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ চিন্তার কারণ হবে যাত্রীদের বলে মত বিশেষজ্ঞ মহলের।