এবার নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন জনতা দল সেকুলারের প্রাক্তন প্রধান এইচডি দেবগৌড়া। সোমবার তিনি অভিযোগ করেন নরেন্দ্র মোদী স্থানীয় রাজনৈতিক দলগুলির কণ্ঠ রোধ করার চেষ্টা করছেন কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে।
মোদীর বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে তিনি বলেন বিগত পাঁচ বছরের মোদীর অপশাসনের জন্যে কাছাকাছি চলে এসেছে ধর্ম নিরপেক্ষ দলগুলি। তিনি বলেন যে দেশের প্রয়োজন বিকল্পের। ২৩টি দল একজায়গায় এসেছে মোদীর বিরুদ্ধে।
তিনি মোদীকে কটাক্ষ করে বলেন আঞ্চলিক দলগুলির বিরুদ্ধে চাপ সৃষ্টি করার জন্যে সিবিআই, ইডি, আয়কর দফতরকে ব্যবহার করছে মোদী। তিনি বলেন নরেন্দ্র মোদীর ভাবমূর্তির পতন হয়েছে তিন রাজ্যে নির্বাচনে পরাজয়ের পর।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এইচডি দেবগৌড়ার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। তিনি একাধিক বার বলেছেন আঞ্চলিক দলগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে মোদী।
দেশ জুড়ে নির্বাচন শুরু হবে আগামী ১১ এপ্রিল থেকে। ৭ দফার ভোট পর্বের পর ফল ঘোষণা হবে আগামী ২৩ মে।