চলতি মাসের আগামী ১২ এপ্রিল আইপিএলে কেকেআরের মুখোমুখি হবে দিল্লী। ইডেনে এই মেগা ম্যাচে দিল্লী ক্যাপিটালসের ডাগ-আউটে থাকবেন দিল্লীর মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়৷ একইসঙ্গে তিনিই আবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট৷ তাই তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগ অস্বীকার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। আইপিএল ম্যাচে দিল্লীর হয়ে প্রভাব খাটাতে পারেন মহারাজ৷ সৌরভের বিরুদ্ধে বোর্ডের কাছে এমনই অভিযোগ জানিয়েছিল তিন কেকেআর সমর্থক৷ ‘স্বার্থের-সংঘাত’ ইস্যুতে সৌরভকে নোটিশ ধরায় বোর্ডের এথিক্স কমিটি৷ তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ইস্যুতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থান স্পষ্ট করে জানতে চায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান সৌরভের থেকে ৭ এপ্রিলের মধ্যে চিঠির উত্তর চেয়ে পাঠায়৷
স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার করেছেন মহারাজ৷ চিঠিতে সৌরভ বলেন, এই মুহূর্তে আইপিএলের কোনও কমিটির পদে তিনি নেই৷ ‘আইপিএল গর্ভনিং কাউন্সিল, আইপিএল টেকনিক্যাল কমিটের পদ থেকে আগেই ইস্তফা দিয়েছি৷ এই মুহূর্তে বোর্ডের কোনও পদেও নেই৷ এমন কী বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল বা অফিস বেয়ারার পদেও নেই৷’ অম্বুডসম্যানকে এমনটাই লিখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনি উল্লেখ করেছেন, বোর্ডের কিউরেটাররা এখন আইপিএল ম্যাচের পিচ তৈরি করেন৷ সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন৷
নাইট সমর্থক রঞ্জিত কুমার শীল চিঠিতে বোর্ডের অম্বুডসম্যানের দৃষ্টি আকর্ষণ করে লিখেছিলেন, “আগামী ১২ এপ্রিল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লী ক্যাপিটালসের ম্যাচ। স্থানীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাইট রাইডার্স যুক্ত সিএবি’র সঙ্গে। যে সংস্থার প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই স্বাভাবিকভাবেই ওই ম্যাচের উদ্যোক্তা হিসেবে প্রশাসনিকভাবে স্থানীয় ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন করবেন সিএবি প্রেসিডেন্ট। একইসময়ে তিনি আবার দিল্লি দাগ-আউটে বসবেন পরামর্শদাতা হিসেবে। এই ঘটনায় কি কোনওভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বার্থ-সংঘাত নিয়ে প্রশ্ন দেখা দেবে না?’
অভিযোগ অস্বীকার করার পাশাপাশি সৌরভ আরো জানান, “কেকেআর একটা ফ্র্যাঞ্চাইজি টিম। যার মালিক রেড চিলিজ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। আমি রেড চিলিজের শেয়ারহোল্ডার নই। সংস্থার মালিক নই। রেড চিলিজে কোনওরকম অংশীদারিত্ব আমার নেই। শুধুমাত্র মাঝের কয়েকটা বছর আমি ওদের টিম কেকেআরের হয়ে খেলেছিলাম। আইপিএল ১, আইপিএল ২ আর আইপিএল ৩-এ। কিন্তু এর বাইরে রেড চিলিজ কিংবা ওদের টিম কেকেআরের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। কেকেআরের প্রশাসন, মালিকানা, ম্যানেজমেন্ট, কোনও কিছুতেই নিয়ন্ত্রণ নেই সিএবির। কেকেআরকে সিএবি কিছু নিয়ে কোনও পরামর্শও দিতে যায় না। আইপিএল মরশুমে সিএবি শুধু একটা জিনিসই করে। অর্থের পরিবর্তে কেকেআরকে ইডেন ভাড়া দেয়। ব্যস, এটুকু”।