লোকসভা নির্বাচন শুরু হতে আর কিছু মাত্র সময় বাকি। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে সরা দেশ জুড়ে শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। আর তার ঠিক আগে সোমবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিজেপি। বিজেপি ইস্তেহার প্রকাশ হওয়ার পর থেকে বিজেপিকে আক্রমণ করে বিরোধীরা ইস্তেহারে উল্লেখিত বা বাদ পড়া নানা বিষয়কে তুলে ধরে।
ইস্তেহার প্রকাশ করার পর কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল তীব্র আক্রমণ করেন বিজেপিকে। তিনি বলেন ২০১৯ নির্বাচনী ইস্তেহারের জন্যে ২০১৪ ইস্তেহার টুকে বসিয়ে দিয়েছে বিজেপি। তিনি বলেন এই ইস্তেহারের নতুন কোন কিছুই বলা হয়নি। তিনি অভিযোগ করেন সমস্ত কিছুর সময়সীমা ২০১৯ থেকে বাড়িয়ে ২০২২,২০৩২,২০৪৭,২০৯৭ করে দেওয়া হয়েছে।
কংগ্রেসের এই নেতা কটাক্ষ করেন বিজেপির ইস্তেহারের মলাটের ও। তিনি বলেন কংগ্রেসের ইস্তেহারের মলাটে দেওয়া হয়েছে সাধারণ জনগণের ছবি কিন্তু বিজেপির ইস্তেহারের মলাটে দেওয়া হয়েছে কেবল মাত্র নরেন্দ্র মোদীর ছবি।
কংগ্রেসের এই নেতা বলেন বিজেপির ‘ মাফিনামা বা ক্ষমাপত্র প্রকাশ করা উচিত ছিল নির্বাচনী ইস্তেহারের বদলে। কারণ হিসাবে তিনি বলেন যে বিজেপি কোন প্রতিশ্রুতি পূরণ করতে পারে নি গত পাঁচ বছরে।