আবার মূর্তি ভাঙা নিয়ে উত্তাল তামিলনাড়ু। মূর্তিটি খোদ সমাজকর্মী ও দ্রাবিড় আন্দোলনের অন্যতম পথিকৃৎ পেরিয়ারের। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আরানথাঙ্গিতে। সোমবার সকালে পেরিয়ারের মূর্তিটি ভাঙা অবস্থায় দেখতে পায় সাধারণ মানুষ আর সঙ্গে সঙ্গেই উত্তাল হয়ে ওঠে আরানথাঙ্গি। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন এবং এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে দেয়।
প্রসঙ্গত, এক বছর আগে মার্চ মাসে চেন্নাইয়ের ভেলোরে এই ঘটনা ঘটে আর সোমবার সেটারই পুনরাবৃত্তি ঘটল। তাতে হল আরানথাঙ্গিতে। তাতেই ক্ষুদ্ধ জনগন। চেন্নাইয়ের ঘটনাটিতে পুলিশ তদন্তে নেমে দুজন মদ্যপ ব্যক্তিকে গ্রেফতার করেছিল। তার মধ্যে একজন ছিলেন বিজেপি স্থানীয় সাধারণ সম্পাদক মুথুকুমারন। হাতুড়ি দিয়ে মূর্তিটির মাথা, দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। দুর্বৃত্তদের তাণ্ডবে বিকৃত হয়ে গিয়েছে ভাস্কর্যটি৷
উল্লেখ্য, গত ৩ মার্চ ত্রিপুরার নির্বাচনের ফল প্রকাশের পরই শুরু হয়েছে বিশিষ্ট রাজনীতিবিদ ও মণীষীদের মূর্তি ভাঙার ট্র্যাডিশন৷ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় লেলিনের মূর্তি৷ ক্রমে সেই রোগ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও কেরলে৷ সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি৷
মূর্তি ভাঙার এই রোগ যে এখনও যায়নি তা সোমবারের ঘটনা থেকে স্পষ্ট। এই ঘটনার পেছনে আবারও বিজেপির হাত থাকতে পারে বলে সন্দেহও করছে সাধারণ মানুষের একাংশ।