শনিবার রাতের ম্যাচে শুরুতেই ধাক্কা খেয়েছিল আটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ২৮ মিনিট পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তখনও মনে হয়নি খেতাবের দৌড়ে ইতি পড়তে পারে এ দিনই।কিন্তু দিয়েগো কোস্তা প্রায় বিনা কারণে রেফারিকে গালাগাল করলে কার্ড দেখানোয় অভ্যস্ত রেফারি জিল মানসানো হলুদ কার্ডই বের করেছিলেন। কিন্তু কোস্তা আরও গালাগাল করায় রেফারি লাল কার্ড দেখান৷ ১০ জনে খেলেও ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত বার্সেলোনাকে আটকে রেখেছিল আটলেটিকো মাদ্রিদ৷ তারপরেই মেসির প্রাবল্যে তছনছ হয়ে গেল সব৷
এক মিনিটের ফারাকে দু’গোল করেন লুইস সুয়ারেস ও লিওনেল মেসি। ফলে দু’নম্বরে থাকা আতলেতির বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিল এর্নেস্তো বালবের্দের টিম। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগা খেতাব প্রায় হাতের মুঠোয়। আটলেটির থেকে এখন তারা ১১ পয়েন্টে এগিয়ে।
প্রায় প্রতি ম্যাচের মতো যথারীতি এই ম্যাচেও রেকর্ড বইয়ে আরও একবার নাম তুললেন বার্সেলোনা ক্যাপ্টেন। লা লিগায় সবচেয়ে বেশি ৩৩৫টি ম্যাচ জিতলেন আর্জেন্তিনীয় তারকা। এর আগের রেকর্ড ছিল ইকের কাসিয়াসের দখলে। যিনি রিয়াল মাদ্রিদে দীর্ঘ কেরিয়ারে ৩৩৪টি ম্যাচ জিতেছিলেন। ৩৩ গোল করে লিগের টপ স্কোরারও মেসি।
এই জয়ের পর কোনও রাখঢাক না রেখে বার্সা কোচ এর্নেস্তো বালবের্দে স্বীকার করে নিয়েছেন, তাঁরা খেতাবের দিকে এগিয়ে গিয়েছেন। বালবের্দের কথায়, “খুব গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেলাম। আমরা এখন খেতাবের কাছে। কিন্তু বাকি ম্যাচগুলোও জিততে হবে। কাজটা শেষ করতে হবে”৷