ক্ষমতায় আবার ফিরে আসার জন্যে মরিয়া চেষ্টা করছে বিজেপি। আর ক্ষমতায় আসার জন্যে বিজেপি টার্গেট করেছে শহরের ভোটারদের। কিন্তু বিজেপির সেই আশাতে জল ঢেলে দিলো ‘অ্যাসোসিয়েশন ফর ডেমক্রেটিক রিফর্মসের একটি সমীক্ষা’।
অ্যাসোসিয়েশন ফর ডেমক্রেটিক রিফর্মস বা এডিআরের সমীক্ষায় উঠে আসে বিজেপির ওপর রেগে আছেন শহরের ভোটাররা। শহরের ভোটারদের মধ্যে ২৪টি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরে সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষায় দেখা যায় শহরের ভোটাররা রাগ ও হতাশা প্রকাশ করেছেন মোদী সরকারের বিরুদ্ধে। হতাশা প্রকাশ করা হয় স্বাস্থ্য, জল, চাকরি,দূষণ, শিক্ষার বিষয়। শহরের ভোটাররা গড়ের নিচে রেটিং দেয় বিজেপি সরকারকে।
এই সমীক্ষায় উঠে আসে চাকরি বা চাকরির সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শহরের ভোটারদের জন্যে। এই সমীক্ষায় দেখা যায় প্রায় ৫১.৬০ শতাংশ মানুষ বলেছেন চাকরি বা চাকরির সুযোগ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ৩৯.৪১ শতাংশ মানুষ তুলে ধরেন স্বাস্থ্য ব্যবস্থা কে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে। ৩৪.১৪ শতাংশ ভোটার বলেন দূষণ ও জল তাদের কাছে মূল ইস্যু।
এই সমীক্ষা অনুযায়ী চাকরি বা চাকরির সুযোগ মূল বিষয় আর এই বিষয় মোদী সরকার বিশেষ কিছু করতে পারেনি। মোদী সরকারের পক্ষ থেকে চাকরি দেওয়ার কথা বা চাকরির সুযোগ তৈরি করার কথা বার বার বলা হলেও শহরের ভোটারদের মতে মোদী সরকারের সেই প্রচেষ্টা গড়ের নিচে।
মোদী দেশবাসীকে বলেছিলেন বছরে ২ কোটি চাকরি দেওয়ার কথা। কিন্তু মেয়াদ শেষে সেই কথা যে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মোদী সরকার তা আরো একবার প্রমাণিত হল এই সমীক্ষায়।