আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করতে পারবে না তারই ইঙ্গিত দিলেন বহুজন সমাজপার্টির সুপ্রিমো মায়াবতী। উত্তরপ্রদেশের দেওবন্দে আজ প্রথম মায়াবতী, রাষ্ট্রীয় লোকদল ও সমাজবাদী পার্টির সঙ্গে যুগ্ম সভা করেন। সেই সভার মঞ্চ থেকেই মায়াবতী হুঙ্কার দেয় বিজেপির বিরুদ্ধে।
লোকসভা ভোটে যে বিজেপি সুবিধা করতে পারবে না তার কারণ হিসেবে মায়াবতী বলেছেন যে বিজেপির নীতিই বিজেপিকে জিততে দেবে না। তাদের নীতিই সাধারণ মানুষের মনে ঘৃণা তৈরি করছে। তিনি বলেন, ‘ বিজেপি ক্ষমতাচ্যুত হবে তাদের নীতির জন্য। চৌকিদারি ও জুমলেবাজি তাদের বাঁচাতে পারবে না।’
শুধু তাই নয় তিনি বলেন যে বিজেপি সরকার কখনই কাজের ক্ষেত্রে দায়িত্বশীল নয়। তাদের প্রতিশ্রুত বহু প্রকল্প আজও হয় নি। তাই সেটা মাথায় রেখেই সাধারণ মানুষকে ভোট দিতে বলেছেন। বিজেপির মুখোশকে বিশ্বাস না করতে হুঁশিয়ার করেছেন তিনি। মায়াবতী সমস্ত ভোটারদের কাছে ভোট দিতে অনুরোধ জানিয়েছেন। ভোটাধিকার নষ্ট না করে সঠিক মানুষকে নির্বাচনে জিততে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
বহুজন সমাজপার্টির প্রধান আরও বলেন যে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তার ১/৪ অংশ কাজও বাস্তবায়িত করতে পারেন নি। কোটি কোটি টাকা তারা নিজেদের পাবলিসিটি করতে ব্যয় করেছে যেটা সাধারণ মানুষের কাজে ব্যবহার করা যেত।
বিজেপির পাশাপাশি তিনি কংগ্রেসকেও আক্রমণ করেন। কংগ্রেসও ক্ষমতাচ্যুত হবে তাদের নীতির জন্য। তাদের গৃহিত নীতিও যে সাধারণ মানুষ পছন্দ করেছে না সেটা মনে করিয়ে দেন মায়াবতী। তিনি এই আহ্বানও জানান যে কংগ্রেস প্রার্থীকে ভোট না দিতে। বিজেপির সঙ্গে আঁতাত করে তারা ভোটে লড়ছে ভোট ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে।
উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে, কংগ্রেস প্রার্থী একদমই শক্তিশালী নয়। তাই সঠিক সরকার গড়তে জোট প্রার্থীকে ভোট দিয়ে জেতানোর কথা বলেন মায়াবতী।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে ১১ এপ্রিল থেকে ৭ দফায় ভোট গ্রহণ হবে।