ভারত স্বাধীন হবার পর পেড়িয়ে গেছে অনেক বছর। কিন্তু যোগীর রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশের সাহারানপুরের মনোহরপুর গ্রামে কোনও উন্নয়ন হয়নি। এই অভিযোগে গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছেন। গ্রামবাসীদের মতে, ভোট দেওয়ার পিছনে কারণ থাকে। কিন্তু কেন তাঁরা দেবেন। একজন সাংসদ নির্বাচিত হলে, তিনি এলাকার রাস্তার দিকে নজর দেবেন, গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেবেন। যদি তা না হয়, কেন ভোট দেবেন তাঁরা।
রাজনীতিবিদরা তাঁদেরকে যে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছেন, তার বাস্তবিক রূপ এ গ্রামের কেউ কখনোই দেখেনি। সেইজন্যই কোনও রাজনৈতিকদলই এখন ভোট চাইতে আসে না বলে জানিয়েছেন গ্রামবাসীরা। দুই বছর আগে এই গ্রামে জলসংকট দেখা দেয়। সেই সমস্যা দুসপ্তাহের মধ্যে সমাধান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই দুসপ্তাহ আর আসেনি কোনো দিন। গ্রামবাসীরা বলছেন গত ১০ বছরে গ্রামের কিছুই পরিবর্তন হয়নি। একমাত্র সংবাদ মাধ্যমই তাঁদের জিজ্ঞাসা করে, কেন তাঁরা ভোট দিতে চান না। এছাড়াও কেউই তাঁদের জিজ্ঞাসা করে না।
গ্রামবাসীদের বাড়ির বাইরে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টারও দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ বিদ্যুৎ, পরিষ্কার খাবার জলের মত মৌলিক সুবিধাগুলিও তারা পান না। তবে কেন দেবেন ভোট? তবুও মানুষগুলো স্বপ্ন দেখে ভালো থাকার। জানালেন, ভোট আমাদের অধিকার। কেউ যদি লিখিত প্রতিশ্রুতি দেয় যে আমাদের ভালো থাকার বন্দোবস্ত করে দেবে, তবে আমরা নিশ্চয় ভোট দেবো।