একের পর এক হাতিয়ারে শান দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের ঔদাসিন্যের অভিযোগ তুলে কড়া গলায় মমতা বললেন, ‘চৌকিদার চোর হ্যায়৷ ওদের একটি ভোটও দেবেন না৷’
রবিবার প্রার্থী বিজয় বর্মনের সমর্থনে প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে পাহাড়ে অশান্তির নেপথ্যে বিজেপির আলিপুরদুয়ারের প্রার্থী জন বারলার যোগ ছিল বলে অভিযোগ করেন তিনি৷ আক্রমণের সুরে মমতা বলেন, ‘তরাই-ডুয়ার্সে দাঙ্গা করেছিল জন বারলা৷ পাহাড় এবং সমতলে ভাগাভাগি করতে চেয়েছিল৷ সেই আগুন নিভিয়েছি আমরা৷’ পাহাড়ের শান্তি বজায় রাখতে জন বারলাকে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী৷
মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে প্রায়ই বন্ধ হয়ে যায় চা বাগান৷ আচমকা বিপাকে পড়েন কর্মহীনরা৷ এই প্রসঙ্গ তুলে মোদী সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, ‘মাদারিহাটে দাঁড়িয়ে মোদী বলেছিলেন ৭টি বন্ধ চা বাগান অধিগ্রহণ করবে কেন্দ্র সরকার৷ কিন্তু আজ পর্যন্ত একটাও করেনি৷ শুধু মিথ্যে কথা৷’ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও আরও একবার অভিযোগ করেন তিনি৷ এদিনের সভা থেকে মোদীকে ‘বসন্তের কোকিল’ এবং ‘মহম্মদ-বিন-তুঘলকের ঠাকুরদাদা’ বলেও তোপ দাগেন মমতা৷ কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণের পাশাপাশি নির্বাচনী প্রচার সভা থেকে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা৷ ক্ষমতায় এলে পাহাড়ের আরও উন্নয়ন হবে বলেও জানিয়েছেন তিনি।
