ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সদর জেলার সভাপতির বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযুক্ত ব্যক্তির নাম শ্যামল রায়। ইতিমধ্যে বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন শহরের ছোটনীলপুর পিরতলা এলাকার ওই মহিলা। তার ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।
লিখিত অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, তিনি ছোটনীলপুর এলাকার একটি কম্পিউটার সেন্টারে কাজ করেন। শুক্রবার বেলা দেড়টা নাগাদ তিনি সেন্টারে কাজ করছিলেন। সেই সময় ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সদর জেলার সভাপতি কয়েকজনকে নিয়ে সেন্টারের ভিতর দলের পতাকা ও মাইক লাগাতে আসেন। তিনি এই বিষয়টিতে তীব্র আপত্তি জানান। তাতে ক্ষিপ্ত হয়ে তাঁকে এবং সেন্টারের চিফ এক্সিকিউটিভ শুভাশিস চৌধুরিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন শ্যামল, এমনটাই অভিযোগ। এমনকি তাঁকে এবং চিফ এক্সিকিউটিভকে সেন্টারের ভিতরে ঢুকে মারধর করা হয় বলেও অভিযোগ। তাঁর ওড়না ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। শ্লীলতাহানি পর্যন্ত করা হয় বলে অভিযোগ তাঁর।
মহিলা থানার এক অফিসার বলেন, কেস রুজু হয়েছে। এ ব্যাপারে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।
