রবিবাসরীয় ভোট প্রচারে বেরিয়ে এবার সুসজ্জিত গরুর গাড়িতে সওয়ার হলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা৷ তিনি মানেই প্রচারে কিছু অভিনবত্ব থাকবে সে কথা সবার জানা। অসংখ্য দলীয় কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে এদিন তিনি জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ঘুরে প্রচার করেন শ্যামল সাঁতরা।
তৃণমূল প্রার্থীকে ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ ও ভালোবাসায় অভিভূত শ্যামল সাঁতরা। তিনি বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যের সঙ্গে এই এলাকায় যে উন্নয়ন হয়েছে তা ইতিপূর্বে কখনও হয়নি। আর সেই উন্নয়নই আমাদের ভোট প্রচারের হাতিয়ার”। তিনি আরো বলেন, বিষ্ণুপুরের মানুষ ১২ মে দিনটার জন্য অপেক্ষায় আছেন। যেদিন সারা রাজ্যের ৪২ টি আসনেই তৃণমূল প্রার্থীদের নামের পাশেই ইভিএমে মানুষ ভোট দেবেন।
তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা ভোট প্রচার মানেই সকাল থেকে রাস্তায় মানুষের ঢল। গ্রামে ঢুকেই বার বার থামাতে হয়েছে তাঁর গরুর গাড়ি। মানুষ ছুটে এসেছেন ফুলের মালা নিয়ে। চন্দনের ফোঁটা, গলায় ফুলের মালা পরিয়ে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে তৃণমূল প্রার্থীকে বরণ করে গ্রামের সাধারণ মানুষ।