লো স্কোরিং ম্যাচে ৪০ রানে হায়দ্রাবাদকে হারাল মুম্বই। প্রথমে কায়রন পোলার্ডের ২৬ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস করে মুম্বইকে মাঠে লড়াই করার জমি বানিয়ে দিয়েছিল। তারপর আলজারি জোসেফের ৬ উইকেট হায়দ্রাবাদের হারকে নিশ্চিত করল। মাত্র ১৩৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ওয়ার্নার-বেয়ারস্টো জুটিকে ভাঙলেন রাহুল চাহর। এরপর আলজারি জোসেফের দাপট। আইপিএলে মাত করে দিলেন তিনি। ১২ রান দিয়ে নিলেন ৬টি উইকেট।
মুম্বইয়ের কাছে এদিন হায়দ্রাবাদের কেউই কেউই সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। মুম্বই ওয়ার্নারকে বোল্ড করে শুরু করল আর শেষ করল সিদ্ধার্থ কৌলকে আউট করে। হায়দ্রাবাদের সর্বোচ্চ ২০ রান করেন দীপক হুডা। আলজারির পাশাপাশি ২টি উইকেট নেন রাহুল চাহর। একটি করে উইকেট নেন বেহরনড্রফ ও বুমরাহ। ১৭.৪ ওভারেই ৯৬ রানে অলআউট হায়দ্রাবাদ। ৪০ রানে ম্যাচ জিতে নিল মুম্বই।
টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক ভুবনেশ্বর কুমার। কিন্তু মহম্মদ নবি, সিদ্ধার্থ কৌল,রশিদ খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে মুম্বই। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে মুম্বই। রোহিত শর্মা ১১, কুইন্টন ডি’কক ১৯, ইশান কিষান ১৭, হার্দিক পাণ্ডিয়া ১৪ রান করে আউট হলেও একা লড়াই চালিয়ে গেলেন কায়রন পোলার্ড। ২৬ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি।