‘ওরা শুধু মুখেই রাম নাম করে, কিন্তু রাম মন্দির বানায় না’। আলিপুরদুয়ারের কালচিনির সভা থেকে এভাবেই বিজেপির হিন্দুত্বের ফানুস ফুটো করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নরেন্দ্র মোদীকেও হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘সবসময় ধমকাচ্ছে চমকাচ্ছে। গুলির সামনে লড়াই করে বেঁচে রয়েছি। জেনে রাখবেন, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে’।
শনিবার মোদী সরকারের উদ্দেশ্যে তোপ দেগে মমতা বলেন ‘চা-ওয়ালা এখন চা বানানো ভুলে চৌকিদার সাজতে চাইছেন। আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। তিনি কোনওদিনও চা বাগান বা চা শ্রমিকদের পাশে দাঁড়াননি, ভবিষ্যতেও দাঁড়াবেন না। চা শ্রমিকদের পাশে দাঁড়াবে তৃণমূলই। তাই বিজেপির কথায় ভুল পথে যাবেন না’।
রাজ্যে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, ‘বন দফতরের পাট্টা দিয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার, এলাকার জমির পাট্টাও মিটিয়েছেন তাঁরা। আলিপুরদুয়ারবাসী, পাহাড়বাসী যা চেয়েছে আমাদের সরকার তা দিয়েছে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেছে। যারা পাহাড়ে বিভেদ ঘটিয়ে হিংসা ছড়ায় তাঁদের একটাও ভোট দেবেন না’।
মমতার অভিযোগ, ‘মোদী গতবার দেওয়া কোনও প্রতিশ্রুতিই রাখেনি। গতবার এসে চা বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েগিয়েছিলেন। পাঁচ বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ করেননি তিনি। এখন দাঙ্গা ছড়ানো নেতা জন বার্লাদের সামনের সারিতে রেখে ভোটযুদ্ধে জয় হাসিল করতে চাইছে। ওদের চক্রান্ত রুখে দিতে হবেয যতই পয়সা ছড়াক ভোট যুদ্ধে ওরা জয় পাবে না’। তাঁর আরও অভিযোগ, চৌকিদারির নামে দেশ বিকিয়ে দিচ্ছেন মোদী। মমতা বলেন, চৌকিদার ঝুটা হ্যায়, চৌকিদায় লুঠেরা হ্যায়। ও চৌকিদার দেশকে শেষ করে দেবে। তিনি বলেন, মোদীর মতো চৌকিদার চাই না। উল্টে দিন, পাল্টে দিন। বিজেপিকে বদলে দিন। ভোট দিন তৃণমূল কংগ্রেসকে।
