মোদীর রাজ্যে বিজেপির সমস্ত প্রার্থীরা বসে আছেন টাকার গদিতে। যে দল সাধারণ মানুষের সমস্যার সমাধান করার কথা বলে, কালো টাকা ফিরিয়ে আনার কথা বলে সেই দলের বেশিরভাগ প্রার্থী কোটিপতি। লোকসভা নির্বাচনের আগে এমনই তথ্য উঠে এলো গুজরাটে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া এফিডেভিটে।
তথ্যে উঠে আসে নবসারি থেকে বিজেপির প্রার্থী তথা বর্তমান সাংসদ চন্দ্রকান্ত প্যাটেলের ঘোষণা করেন তার মোট সম্পত্তির মূল্য ৪৪.৬ কোটি টাকা। জামনগরের বিজেপির প্রার্থী পুনম ম্যাডাম যিনি আবার লড়াই করছেন একই কেন্দ্র থেকে তার মোট সম্পত্তির পরিমাণ ৪২.৭ কোটি টাকা। মেহসনার বিজেপি প্রার্থী শারদাবেন প্যাটেলের মোট সম্পত্তির পরিমাণ ৪৪ কোটি টাকা। পোরবন্দরের বিজেপি প্রার্থী ঘোষনা করেন তার মোট সম্পত্তির পরিমাণ ৩৫.৭৫ কোটি টাকা।
মোদী বলেছিলেন আচ্ছে দিন নিয়ে আসবেন আর এই তথ্য আবার প্রমাণ করে দিল মোদীর রাজত্বে লাভবান যদি কেউ হয়ে থাকেন তারা হলেন বিজেপি নেতা – মন্ত্রী, কিছু শিল্পপতি ও বিজেপি ঘনিষ্ঠরাই।
গুজরাটে লোকসভা নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল। ২৬টি লোকসভা আসনের জন্যে মনোনয়ন পত্র জমা দেন ৫৭৩ জন প্রার্থী।