মহারাষ্ট্রের আহমেদনগরে এক আজব ঘটনা ঘটালো বিজেপি। প্রার্থীর জায়গায় মনোনয়ন জমা দিলেন তার স্ত্রী। নির্বাচনের আগে বিজেপির এই পদক্ষেপে হতবাক রাজনৈতিক মহল।
কংগ্রেস নেতা বিকে পাতিলের পুত্র সুজয় পাতিল কংগ্রেসের হাত ছেড়ে যোগদান করেন বিজেপিতে। সুজয় পাতিলকে মহারাষ্ট্রের আহমেদনগরের প্রার্থী করে বিজেপি। কিন্তু প্রার্থী করা হলেও মনোনয়ন জমা দেন তার স্ত্রী। এই সিদ্ধান্ত গ্রহণ করার কারণ হিসাবে দেখানো হয় যে মনোনয়ন তোলার সময় সমস্যা দেখা দেয় কাগজপত্রে। এর পর সুজয় পাতিলের স্ত্রী ধানশ্রীকে প্রার্থী করে দেয় বিজেপি।
লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মহারাষ্ট্রে জোট করে কংগ্রেস ও এনসিপি। আহমেদনগরের প্রার্থী কে হবে সেই নিয়ে সমস্যার সৃষ্টি তৈরি হয় কংগ্রেস ও এনসিপির মধ্যে। আর এই সমস্যা চলাকালীন বিজেপিতে যোগ দান করেন সুজয় পাতিল।
এবার সেই সুজয় পাতিলকেই প্রার্থী করল না বিজেপি। রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি হয় সত্যি কোনো সমস্যা না আদতে অন্য কোনো কারণের জন্যে প্রার্থী করা হল না সুজয় পাতিলকে।