চিত্র পরিচালক, লেখক, বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ও কলাকুশলী বিজেপিকে ভোট না দেওয়ার সরাসরি আবেদন জানালেন দেশবাসীর কাছে। এক বিবৃতিতে দেশের সাধারণ মানুষের কাছে তাঁদের আহ্বান, ধর্মান্ধতা, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দিন। অমল পালেকর, নাসিরুদ্দিন শাহ, মহেশ দত্তানি, রত্না পাঠক, ঊষা গঙ্গোপাধ্যায়, শান্তা গোখলে, কঙ্কনা সেন শর্মা, অভিষেক মজুমদার, চৈতি ঘোষ, এম কে রাইনা, অমরজিৎ সিংহ-সহ প্রায় ৬০০ গ্রুপ থিয়েটার কর্মী, অভিনেতা ও কলাকুশলী ওই বিবৃতিতে সাক্ষর করেছেন।
১২ টি ভাষায় প্রকাশিত এই বিবৃতিতে দেশের মানুষের উদ্দেশ্যে থিয়েটার কর্মীদের বার্তা, পাঁচ বছর আগে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিজেপি কেবল গোঁড়া হিন্দুত্ববাদের নাম করে হিংসা ও ঘৃণার রাজনীতি করে গিয়েছে। মোদীর নাম না করে তাঁদের অভিযোগ, দেশ রক্ষার নামে পাঁচ বছর ধরে কোটি কোটি মানুষের জীবিকা ধ্বংস করেছেন এক ব্যক্তি। তাঁর প্রতিশ্রতি মাফিক কালোটাকা দেশে ফেরেনি, বরং দেশের টাকা লুঠ করে পালিয়েছেন একাধিক মানুষ। বিবৃতিতে বলা হয়েছে, এই পাঁচ বছরে দেশজুড়ে আর্থিক বৈষম্য আরও তীব্র হয়েছে। ধনীদের সম্পত্তি লাফিয়ে বেড়েছে, আর দরিদ্ররা আরও গরিব হয়েছেন। নাট্যকর্মীদের অভিযোগ, কেউ প্রশ্ন করলে অথবা সত্যি কথা বলার স্পর্ধা দেখালে, তাঁকে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। মানুষের খাদ্যাভাস থেকে ধর্মীয় অনুষ্ঠান, প্রতিটি ক্ষেত্রেই বিভাজনের রাজনীতি করা হচ্ছে।
দেশের মানুষের কাছে নাট্যকর্মীদের আবেদন, ভারতীয় সংবিধানকে এবং ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য রক্ষায় বিজেপির বিরুদ্ধে ভোট দিন। দেশের মানুষের কাছে তাঁদের বার্তা, ধর্মনিরপেক্ষতা, মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে, লোকসভা নির্বাচনে ভোট দিন ভেবেচিন্তে। ওই বিবৃতিতে লেখা হয়েছে, নাটক, গান, নাচ, কৌতুকের মাধ্যমে ধর্মান্ধতা, উগ্র জাতীয়তাবাদ, সংকীর্ণতার বিরুদ্ধে ভারতের গ্রুপ থিয়েটার বহু বছর ধরেই কাজ করে চলেছে। কিন্তু বর্তমানের ভয়ঙ্কর পরিস্থিতিতে বিবৃতি দেওয়ার প্রয়োজন বোধ করেছেন তাঁরা।
