আসন্ন লোকসভা ভোটের আগে আরও একবার অস্বস্তিতে পড়ে গেল বিজেপি। তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পবন কল্যাণের বিস্ফোরণ মন্তব্যই এই অস্বস্তির কারণ। তিনি সরাসরি অভিযোগ করেন যে, বিজেপি তাঁকে ব্যবহার করেছে। চন্দ্রবাবু নাইডুর নামও উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল কল্যাণবাবুকে।
তিনি বলেন, “বিজেপি আমাকে তাদের সাফল্যের জন্য কাঁচামাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। তারা আমাকে নিজের মতো বিকাশ করতে দিতে চায় নি … কেন আমি তাদের স্বার্থে কাজ করব?” এরপর তিনি আরও বলেন যে ভোটের পর যখন তিনি মোদি ও অন্যান্য বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেন তখন তিনি উপলব্ধি করেন তাকে আর ওদের প্রয়োজন নেই। ভোটের আগে তাঁর পাবলিক ইমেজকে ব্যবহার করা হয় বলে মনে করেন তিনি।
তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। দক্ষিণ ভারতে বিজেপির অবস্থান আরও এক ধাপ নেমে গেল। পবন কল্যাণের জন সেনা পার্টির থেকে বিজেপি আর কোনো সুবিধা পাবে না এটা স্পষ্ট। জন সেনা পার্টি মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধে রেখেছে। মায়াবতীও আক্রমণ হানে বিজেপির বিরুদ্ধে।