দুর্গাপুরে অভিনব কায়দায় প্রচার করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী মমতাজ সঙ্ঘমিত্রা। খোল-করতাল সহযোগে তৃণমূলের ভোট প্রচারে থাকল সবুজের ছোঁয়া। তৃণমূল প্রার্থীর রঙিন রোড শোয়ে নকুলদানার রঙও সবুজ! পথ চলতি মানুষের হাতে দলের নেতা-কর্মীরা তো বটেই, মমতাজ নিজেও তুলে দিলেন সবুজ নকুলদানা। পথ চলতি মানুষের হাতে সবুজ নকুলদানা তুলে দিলেন তিনিও। এই নতুন কায়দায় ভোট প্রচার সমন্ধে চিকিৎসক-প্রার্থীর নিজস্ব বক্তব্য, “কোনও দাওয়াই নয়, গরমকালে সকলকেই মিষ্টি জল খাওয়ার পরামর্শ দেই। নকুলদানা শরীরের পক্ষেও ভাল”। এদিন প্রচারে দলের প্রার্থীর সঙ্গে ছিলেন দুর্গাপুর (পশ্চিম) কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়।
বৃহস্পতিবার সকালে হুডখোলা জিপে দুর্গাপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে রোড শো শুরু করেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ। প্রার্থীর সঙ্গে খোল-করতাল, লাঠি খেলা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটেন তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরাও। মমতাজ সঙ্ঘমিত্রা যখন ১৫ নম্বর ওয়ার্ডে পৌঁছান, তখন রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে নকুলদানা বিলি করতে শুরু করেন দলের কর্মী-সমর্থকরা। তখন সাদা নকুলদানাই দেওয়া হচ্ছিল। কিন্তু তৃণমূল প্রার্থীর গাড়ি ১৭ নম্বর ওয়ার্ডে ঢুকতে নকুলদানার রঙ বদলে যায়। খেতে নয়, তখন সবুজ নকুলদানা দেখতেই রীতিমতো ভিড় জমে যায়। একসময়ে গাড়ি থেকে সবুজ নকুলদানা বিলি করতে শুরু করেন প্রার্থী মমতাজ সঙ্ঘমিত্রা নিজেও।