শুক্রবার জম্মু–কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারতীয় সেনা ক্যাম্পের ভেতরে বিস্ফোরণ ঘটল। সেনা শিবিরের এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ভারতের দুই জওয়ান। তাঁদের দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনার তদন্তে নেমেছে সেনাবাহিনী। এখনও পর্যন্ত কোনও বড় দুর্ঘটনার খবর মেলেনি। কিন্তু কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা তদন্ত করে দেখছে সেনাবাহিনী। এটা কোনও জঙ্গী কার্যকলাপ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই ঘটনার সঙ্গে জঙ্গীদের যোগ নেই, এই কথা একেবারে মেনে নেওয়া যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে, এই ঘটনার সঙ্গে জঙ্গী হামলার কোনও যোগ মেলেনি৷ নিছক দুর্ঘটনাবশত এমনটা ঘটেছে বলে সেনা সূত্রে দাবি।
বৃহস্পতিবার দেগওয়ার এলাকাতেই পাক গুলিতে তিন ভারতীয় নাগরিক নিহত হন৷ তার প্রত্যুত্তর দিতে পিছপা হয়নি ভারত৷ শুক্রবার সকালে পাক পোস্ট গুঁড়িয়ে দিয়ে ফের পাকিস্তানকে মুখের ওপর জবাব দিল ভারতীয় সেনা৷