মাত্র বছর দেড়েক বয়স। তাতেই জীবনটা অনেকখানি বদলে গেছে আসন্ন লোকসভা ভোটে রানাঘাটের তৃণমূল প্রার্থী রুপালি বিশ্বাস এবং কৃষ্ণগঞ্জের নিহত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের ছেলে সৌম্যজিতের। বাবাকে যে হারিয়ে ফেলেছে তা বোঝার ক্ষমতাই হয়নি এখনও তার অন্যদিকে মা-ও প্রচারে যাচ্ছে। এরই মধ্যে মায়ের সাথে প্রচারে গিয়ে কাহিল হয়ে পড়েছিল এই খুদে। তবে হাবেভাবে সে জানাল মায়ের সঙ্গেই আবার বেরোতে চায় সে।
ছেলেকে চামচ করে জল খাওয়াতে-খাওয়াতে মঙ্গলবার রুপালি বলছিলেন, “আসলে আমাকে ছাড়া ও থাকতে পারে না সেভাবে তাই ওকে নিয়ে যাওয়া। এই চড়া রোদে ঠান্ডা-গরম হয়ে গেছে। তাই সামান্য সর্দি হয়েছে। আমি ছাড়া অন্য কারও কাছে তেমন খেতেও চাইছে না। তাই ওজনটাও কমে গিয়েছে।”
গরমে কাহিল হলেও সৌম্যজিত মায়ের সঙ্গ বেশ ভালোই উপভোগ করছে। শুধু তাই নয় দলীয় কর্মীদের কোলে কোলে বেশ ভালোই কাটে তার গোটা দিন। তাই সে বুঝিয়ে দিচ্ছে আবার মায়ের সঙ্গে যেতে চায় সে। যদিও রুপালি জানিয়েছেন এই চড়া রোদে আর তাকে নিয়ে যাবেন না, বাড়িতেই ঠাকুমা এবং দিদার কাছে থাকবে সে।
রোদ উপেক্ষা করেই প্রচার চালাচ্ছেন রুপালি। পৌঁছে যাচ্ছেন মানুষের দোরগোড়ায়। প্রচারের প্রথম দিনেই তিনি জানিয়েছিলেন তাঁর স্বামীর অপূর্ণ কাজ শেষ করতেই তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। প্রচারে মানুষ আপন করে নিচ্ছেন তাঁকে। সকলের কাছের হয়ে উঠছেন রুপালি।