আগামী ৯ এপ্রিল মনোনয়নের শেষ দিন। প্রার্থীর নাম কবে ঘোষণা হবে তা নিয়ে বেজায় চিন্তায় গেরুয়া শিবির। বিজেপির নেতারাই বলছেন, যেহেতু প্রার্থী ঠিক করা হয়নি তাই বিধানসভার উপনির্বাচনের প্রচারও ঠিক ঠাক করা যাচ্ছে না। এদিকে বাকি সব দল প্রার্থী ঠিক করে ভোটের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে। সেদিক থেকে পিছিয়ে পড়ে প্রায় মুসরে গেছে মোদীর দল। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২ এপ্রিল থেকে মনোনয়ন শুরু হয়েছে। মনোনয়নের শেষ দিন ৯ তারিখ। মানে হাতে মোটে চার দিন সময়। কিন্তু বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি।
বিজেপি সূত্রে জানা গেছে, যে আবেদন জমা পড়েছে, সেগুলি দিল্লীতে পাঠানো হবে৷ দিল্লী থেকেই উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে প্রার্থী বাছাই নিয়ে বিজেপির ভিতর ভিতর কোন্দল চলছে। রাজ্য নেতারা যাকে প্রার্থী করতে চাইছে, জেলা নেতারা তা চাইছেন না। দলের অন্দরের কোন্দলের জন্যই প্রার্থী ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপির ধারণা কৃষ্ণগঞ্জে এবার তৃণমূলের সঙ্গে বিজেপির বেজায় টক্কর হবে। কিন্তু এখনো পর্যন্ত তো প্রার্থীই ঘোষণা হয়নি। টক্করের কথা না হয় পরেই হবে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই বিজেপির দুষ্কৃতিদের হাতে খুন হয় কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এই ঘটনায় নাম জড়ায় বিজেপি নেতা মুকুল রায়েরও। বিধায়ক খুনে গ্রেফতার হয়েছিলেন কয়েকজন বিজেপি নেতা।