মমতা তথা তৃণমূলের একনিষ্ঠ সৈনিক অনুব্রত মন্ডল। নিজের সবটুকু উজাড় করে দেন তিনি দলের কাজে। মমতা কিংবা দলকে কেউ এতটুকুও অসম্মান জনক কথা বললে তার যথোপযুক্ত জবাব তিনি দেন। যেমন দিলেন অর্জুন সিং-কে।
কিছুদিন আগে অনুব্রতর নকুলদানা প্রসঙ্গে অত্যন্ত কু-মন্তব্য করেছিলেন অর্জুন। এবার তার পাল্টা প্রত্যুত্তর দিলেন অনুব্রত। জানালেন, “অর্জুন সিং বাঘ নয় যে, ওর নাম নিতে হবে। ও বিধায়ক থাকতে পারে কিনা, সেটাই দেখার।”
উল্লেখ্য, ভোটের বেশ কিছুদিন আগে থেকেই দলের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন অপেক্ষারত ভোটারদের নকুলদানা এবং জল দেওয়ার। বৃহস্পতিবার বোলপুরে ডাকবাংলো মাঠে কর্মীসভা করতে গিয়ে এবার অনুব্রত দিলেন শলাকা তত্ত্ব। ভিড়ে ঠাসা জনসভায় অনুব্রত বললেন, ‘অনেক হয়েছে, এবার ভোটের দিন শলাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে দলের কর্মী–সমর্থকেরা।’ সাংবাদিকরা তাঁর এই শলাকার ব্যাখ্যা কী জানতে চাইলে তিনি বলেন, ‘ডিকশনারি খুলে দেখে নিন শলাকার মানে কী? উল্লেখ্য শলাকার অর্থ ধুপকাঠি, যে কোনও শুভ কাজে ধুপকাঠি দেখানোটা বাংলা ও বাঙালি তথা ভারতীয়দের একটা সংস্কৃতি।