কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র কর্পোরেট ধাঁচে প্রতিটা বুথের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁর কার্যালয়ে দিনভর কাজ করে যাচ্ছেন ২০ থেকে ২৫ জন। প্রতিটা বুথ থেকে ২০জন দলীয় কর্মীর নাম নেওয়া হয়েছে। প্রতিনিয়ত মোবাইলে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রার্থীর কার্যালয়ের কর্মীরা। মহুয়া মৈত্র নিজেই নিজের প্রচারের সমস্ত কাজকর্ম চালাচ্ছেন একার হাতেই।
কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালীতলা এলাকায় মহুয়া মৈত্র একটি অফিস খুলেছেন। তাতে তিনি কর্পোরেট সংস্থার কায়দাকে গুরুত্ব দিয়েছেন। এই অফিসে সকাল থেকে সন্ধে পর্যন্ত ২০ থেকে ২৫ জন কাজ করছেন। তাঁরা প্রতি বুথ থেকে নম্বর নেওয়া ২০ জন সক্রিয় কর্মীর কাছে একদিন অন্তর অন্তর ফোন করছেন। কতটা প্রচার চলছে সে ব্যাপারে প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন।
তৃণমূল প্রার্থী প্রচার বিষয়ক জেলা মেন্টর কমিটি ও ব্লকভিত্তিক মনিটরিং কমিটি গঠন করেছেন। জেলা মেন্টর কমিটির মাথায় রয়েছেন দিল্লীর বাসিন্দা রাজভূষণ। এই মেন্টর কমিটিতে রয়েছেন তৃণমূল শিক্ষা সেলের ১১ জন নেতা। রয়েছেন একজন লোকশিল্পী, ক্লাবের প্রতিনিধি। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন, দু’জন হাই স্কুলের শিক্ষক, দু’জন প্রাইমারি স্কুলের শিক্ষক। এই অঞ্চলের তৃণমূল নেতারা বললেন, ‘ব্লকস্তরের এই কমিটির পরামর্শ মেনেই বুথে বুথে প্রচার চালানো হচ্ছে’।