চৌকিদার অপপ্রচার করছেন, মিথ্যাচার করছেন। বাংলায় প্রচারে এসে সেই মিথ্যাচারই করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনহাটার প্রচার সভা থেকে মোদীর উদ্দেশ্যে মমতা বলেন, ‘চৌকিদার মিথ্যাচার করবেন না৷ রোজ রোজ মিথ্যা কথা বলবেন না৷ বিতর্কে বসুন, আপনি প্রশ্ন করবেন, আমি খোলাখুলি উত্তর দেব৷ কোনও ভয় নেই আমার’৷
এদিন সভার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আক্রমণাত্মক। বক্তব্যের শুরু থেকেই ব্রিগেডে ও শিলিগুড়িতে বলা মোদীর প্রতিটি কথার জবাব দিতে শুরু করেন তিনি৷ এদিন মমতা বলেন, ‘কোচবিহারে ছোট বেলা থেকে আসি৷ কিচ্ছু ছিল না এখানে৷ কোনও উন্নয়ন হয়নি৷ আজ হাসপাতল হয়েছে, রাস্তাঘাট হয়েছে৷ আদিবাসীদের জন্য কাজ করেছে তৃণমূল সরকার৷ তফশিলিদের জন্য কাজ করেছে’৷
দিনহাটার সভা থেকে মমতা বলেন, ‘ছিট মহলের জমি সমস্যা মিটিয়েছে তৃণমূল সরকার৷ বিজেপি এরাজ্যের জন্য কিছুই করেনি৷ মোদী আয়ুষ্মান প্রকল্প নিয়ে বলেন এরাজ্যে নাকি তার বাস্তবায়ন হয়নি, তৃণমূল সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প করে দেখিয়েছে৷ গরিব মানুষ এই রাজ্যে বিনা পয়সায় চিকিৎসা পান কি পান না’? প্রশ্নের ঝড় তোলেন মমতা৷
দিনহাটার এই মঞ্চকে মোদীর যোগ্য ও সমুচিত জবাবের প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি ঘোষণা করেন ‘এক্সপায়ারি বাবু, আপনাকে প্রধানমন্ত্রী বলব না৷ আপনার বিদায় ঘণ্টা বেজে গিয়েছে’৷ তৃণমূল সরকারের সাফল্য তুলে ধরে মমতা বলেন ‘১০০ দিনের আমরা কাজে সেরা৷ অথচ কয়েকটা গুণ্ডা নিয়ে এসে মোদী চোখ রাঙাচ্ছেন রাজ্যে’৷
