বাঙালির দোল বলতেই প্রথমে যেটা মাথায় আসে তা হল শান্তিনিকেতন। কিন্তু দোলের দিনে শান্তিনিকেতনে আর বসন্ত উৎসব হবে না। বসন্ত উৎসবের দিন পরিবর্তন করা হবে। গতকাল বসন্ত উৎসবের রিভিউ কমিটির বৈঠকে এই নিয়ে বিস্তর আলোচনা হয়। ঠিক করা হয়েছে, ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে মার্চ মাসের মধ্যেই এই বসন্ত উৎসব পালন করা হবে।
বিশ্বভারতী সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ বসন্ত উৎসবের দিন শান্তিনিকেতনে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বোলপুর-সহ শান্তিনিকেতনের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পরেছিল। রাস্তায় আটকে পড়েছিলেন উৎসবে যোগ দিতে আসা অগুন্তি মানুষ। সেই বিশৃঙ্খলার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে। ফলে সাধারণ মানুষ এই নিয়ে বিশ্বভারতীকেই দোষারোপ করে।
রিভিউ কমিটির এই বৈঠকে ঠিক হয়, এই উৎসবকে বিশ্বভারতীর অভ্যন্তরীণ অনুষ্ঠান ঘোষণা করা হবে। কোনো অতিথিকে আমন্ত্রণ জানানো হবে না। আগতদের জন্য কোনো কার্ড দেওয়া হবে না। জেনারেল বডির বৈঠক ডেকে এই সিদ্ধান্ত পাশ করিয়ে নেওয়া হবে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তনী, ছাত্র-ছাত্রী, আশ্রমিক এবং বোলপুরের সকল বাসিন্দারা।