বিজেপি কর্মী-সমর্থকদের ব্রিগেডমুখী মিছিল নিয়ে শুরু হল জোর বিতর্ক। দেখা গেল হাতে ত্রিশূল, তলোয়ার নিয়ে মিছিলে যাচ্ছেন কয়েকশো বিজেপি কর্মী। যা দেখেশুনে প্রশ্ন উঠছে, মিছিলে ত্রিশূল, তলোয়ারের মতো অস্ত্র কেন? এখানেই শেষ নয়, দেখা গেল বিতর্কিত প্ল্যাকার্ডও। যাতে লেখা, ‘অবাধ এবং সন্ত্রাসপূর্ণ নির্বাচন চাই’।
বাংলায় প্রথম দফার ভোট হবে ১১ এপ্রিল। তার আগে আজ বুধবার রাজ্যে প্রথম দফার প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই বিজেপি কর্মী-সমর্থকেরা দলে দলে ভিড় জমাচ্ছেন শহরে। যাচ্ছেন ব্রিগেডে।
সকাল ১১টা নাগাদ বাঁকুড়া থেকে আসা একটি মিছিলে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের হাতে অস্ত্র। কারও হাতে ত্রিশূল, কারও হাতে তলোয়ার, কেউ আবার হাঁটছেন লাঠি নিয়ে। অন্যদিকে কৃষ্ণনগর থেকে আসা একটি মিছিলে বিজেপি কর্মী-সমর্থকের হাতে দেখা যায় বিতর্কিত পোস্টারও। যেখানে লেখা ছিল, ‘অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই’।
এমন অস্ত্র-মিছিল এবং বিতর্কিত প্ল্যাকার্ড দেখে বেজায় ক্কুব্ধ সাধারণ মানুষ। শহরে অশান্তি ছড়াতেই এমন অস্ত্র-মিছিল বলে মনে করছেন তাঁরা।
