ভোটের মুখে বিজেপির ভাঙন অব্যাহত। গতকাল তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে হাবড়ার কুমড়া কাশিপুরে এক নির্বাচনী সভায় সিপিএম এবং বিজেপি থেকে ১৬ জন কর্মী তৃণমূলে যোগ দেন। এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন, “ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেত্রী, ক্ষমতা থাকলে মোদী আমাদের সঙ্গে লড়ুক”।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “বিজেপি-র জেলার সদস্যরা তৃণমূলে যোগ দিচ্ছে। এই খবর প্রধানমন্ত্রীর কাছে নেই। প্রধানমন্ত্রী শুধু উপরটা দেখছেন, মাঝখানটা দেখছেন, নিচটা প্রধামন্ত্রীর ফাঁকা হয়ে গেছে। বিজেপি-র নিচটা ফাঁকা। কিচ্ছু নেই।” মোদী সম্পূর্ণ ব্যর্থ। দেশের মানুষের জন্যে কোনও কাজ করেননি। তাঁর আমলে সাধারণ মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে”।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী যদি কমব্যাট করতে পারে তাহলে আমাদের সঙ্গে করুক। আমি আছি, ফিরহাদ আছে, অভিষেক আছে। আমাদের সঙ্গে লড়াই করুক আগে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেত্রী। ভারতবর্ষের প্রথম সারির নেত্রী তিনি। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা যাদের আছে তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়ে গেছে।”