‘আপনি আইপিএল নিয়ে টুইট করুন। কিন্তু যে ব্যাপারে জ্ঞান নেই, তা নিয়ে কথা বলবেন না’— প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি নেতা গৌতম গম্ভীর তাঁকে পাকিস্তান যাওয়ার পরামর্শ দেওয়ায়, ঠিক এই ভাষাতেই টুইটারে তাঁকে কটাক্ষ করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। শুধু তাই নয়। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া গৌতম গম্ভীরের মধ্যে টুইট যুদ্ধে ‘উড়ন্ত শুয়োর’, ‘মহাসাগরের ওপর হাঁটা’, ‘চশমা পরিষ্কার’, এবং ‘আইপিএল জ্ঞান’-এর মতো নানা ‘মণিমুক্তো’র ছড়াছড়ি দেখল সোশ্যাল মিডিয়া।
ঘটনার সূত্রপাত দিনকয়েক আগেই। তিনি জম্মু-কাশ্মীরের জন্য সংবিধানের ৩৫-এ ধারাটি তুলে দেওয়ার পক্ষপাতী বলে সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেন বিজেপি সভাপতি অমিত শাহ। উল্লেখ্য, ওই ধারায় রাজ্যের স্থায়ী বাসিন্দা কারা, তা ঠিক করার অধিকার পায় জম্মু-কাশ্মীর সরকার। শাহ বলেছিলেন, ‘১৯৫০ সাল থেকে নির্বাচনী ইস্তাহারে ৩৫-এ ধারাটি সরানোর কথা বলে আসছি আমরা। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এতদিনে তা সম্ভব হয়নি। তবে ২০২০-তে দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারব বলে আশাবাদী আমরা।’
অমিত শাহর এই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধতে সময় লাগেনি। বিজেপি সরকার ৩৭০ বা ৩৫-এ ধারা স্পর্শ করলে জম্মু-কাশ্মীর আর ভারতের অংশ থাকবে না বলে সরাসরি হুঁশিয়ারি দেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। ৩৫-এ ধারায় হাত দিলে নতুন করে জম্মু-কাশ্মীরের জন্য আলাদা ‘সর্দার-ই রিয়াসত’ বা রাষ্ট্রপতি এবং ‘ওয়াজির-এ-আজম’ বা প্রধানমন্ত্রীর দাবি জানাবেন বলে বন্দিপোরার একটি সভায় ঘোষণা করেন ওমর আবদুল্লাও।
এই মন্তব্য নিয়ে মঙ্গলবার টুইটারে ওমরকে বিদ্রূপ করেন গৌতম গম্ভীর। টুইটারে প্রাক্তন ভারত অধিনায়কের কটাক্ষ, ‘জম্মু-কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী চান ওমর আবদুল্লা, আমি চাই মহাসাগরের ওপর দিয়ে হাঁটতে। জম্মু-কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী চান ওমর আবদুল্লা, আমি চাই শুয়োরও ডানা মেলে উড়ুক। পৃথক প্রধানমন্ত্রী নয়, ওমর আবদুল্লার আসলে ভাল করে ঘুমানো দরকার। তারপর প্রয়োজন এককাপ কফিও। এখনও যদি বুঝতে না পারেন, তাহলে বলি, পাকিস্তানের সবুজ পাসপোর্ট বানিয়ে ফেলুন!’
ঘণ্টা দু’য়েক পর গম্ভীরকে জবাব দেন ওমর আবদুল্লা। গম্ভীরকে ‘আগে ইতিহাস জেনে’ মন্তব্য করার পরামর্শ দেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাল্টা টুইটে তাঁর আক্রমণ, ‘গৌতম, ভাল খেলতে পারি না বলে কখনও তেমন ক্রিকেট খেলিনি আমি। জম্মু-কাশ্মীরের ইতিহাস নিয়ে আপনারও তেমন জ্ঞান নেই। তাতে ন্যাশনাল কনফারেন্সের ভূমিকাই বা কতখানি, তাও জানা নেই আপনার। তা সত্ত্বেও নিজের অজ্ঞতা সকলের সামনে তুলে ধরছেন আপনি। তাই যতটুকু জানেন, তা নিয়েই থাকুন। আইপিএল নিয়ে টুইট করুন বরং।’ আবদুল্লার এমন কটাক্ষের পর ২২ গজের আগ্রাসী ক্রিকেটার গৌতমও যে বেজায় অস্বস্তিতে পড়েছেন, তা বলাই বাহুল্য।