দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলার পরে দু’দিন বিশ্রামে ছিল কেকেআর শিবির। মঙ্গলবার চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়লেন দীনেশ কার্তিক, সুনীল নারাইনেরা। ক্যারিবিয়ান অলরাউন্ডারের চোট যে একেবারে সেরে গিয়েছে তা অনুশীলনে তাঁর বল করা দেখেই ধরে নেওয়া যায়। এখন নাইট শিবিরে খুশির হাওয়া। নারাইনের পরে এবার কেকেআর-এর নতুন অস্ত্র হয়ে উঠছেন কারিয়াপ্পা।
বিরাট কোহালিদের রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলতে নামার আগেই কেকেআর শিবিরে নতুন চমক দিলেন কে সি কারিয়াপ্পা। মঙ্গলবার অনুশীলনে দেখা গেল এক অভিনব দৃশ্য। স্পিনার কারিয়াপ্পা নেটে একের পর এক ইয়র্কার দিচ্ছেন। বেঙ্গালুরুর ছেলে কে সি। নিজের শহরে একটি স্যালন গড়ে তুলেছেন। নাম ‘দ্য স্পিন স্যালন’। শোনা যাচ্ছে কেকেআর শিবিরের বেশ কয়েক জন তাঁর স্যালন দেখতে যাবেন বুধবার।
অন্যদিকে আট বছর আগে এ দিনই দ্বিতীয় বার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। সে দলের অন্যতম সদস্য ছিলেন এক বর্তমান নাইট। ফাইনালের প্রথম একাদশে সুযোগ না পেলেও সে দলে ছিলেন। তাই বিশ্বকাপ জেতার অনুভূতি কী হতে পারে সে অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি পীযূষ চাওলা। ২০১১ সালের ২ এপ্রিলের সে রাতের স্মৃতি এখনও তরতাজা নাইট লেগস্পিনারের। পীযূষ বলেন, ‘‘এমন কিছু স্মৃতি রয়েছে, যা কখনও ভোলা যায় না। বিশ্বকাপ জেতার মুহূর্তের প্রত্যেকটি কথা আমার মনে আছে। এখনও সে সব মনে করলে গায়ে কাঁটা দিয়ে ওঠে।’