মাঝেমধ্যেই গান্ধী বন্দনা শোনা যায় তাঁর মুখে। সভায়-বৈঠকে সুযোগ পেলেই জাতির জনককে নিয়ে দু’কথা বলে দেন তিনি। কিন্তু সেই তিনিই কিনা এবার ওয়ার্ধায় দলের জেলা সদরে এলেও যাওয়ার সময় পেলেন না মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত সেবাগ্রাম আশ্রমে! হ্যাঁ, সেবাগ্রাম আশ্রমকে একপ্রকার এড়িয়েই গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সোমবার এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন আশ্রমের ট্রাস্টি অবিনাশ কাকড়ে। তাঁর মতে, আশ্রমে না এসে মহাত্মা গান্ধীকে কার্যত ব্যঙ্গ করেছেন প্রধানমন্ত্রী।
কাকড়ের দাবি, গান্ধীজি যেখানে সত্যে বিশ্বাসী ছিলেন, সেখানে মোদী মিথ্যা প্রচারে বিশ্বাসী। গান্ধীজি অহিংসার উপাসক ছিলেন, মোদি হিংসায় বিশ্বাস করেন। দর্শন এবং অনুশীলনের দিক থেকে দু’জনে দুই মেরুর বাসিন্দা বলেও কটাক্ষ করেছেন তিনি। সোমাবারই মহারাষ্ট্রের বিদর্ভ জেলার সদর দফতরে এসেছিলেন মোদি। তীব্র গরমের মধ্যে সেখানে একটি নির্বাচনী প্রচারসভা করেই ফিরে গিয়েছেন তিনি। অথচ গত লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এই আশ্রমে এসেছিলেন মোদী। এবার তা না করাতেই বেজায় চটেছেন কাকড়ে।
সেবাগ্রাম আশ্রম প্রতিষ্ঠানের এই ট্রাস্টি আরও জানিয়েছেন, ‘মনে হয়, গত পাঁচ বছরে উনি নিজেকে গান্ধীজির থেকেও নিজেকে বড় ভাবতে শুরু করছেন। ভাবছেন যে গান্ধীজির আর কোনও প্রয়োজন নেই।’ তাঁর কটাক্ষ, ‘আজ তোমার (গান্ধী) থেকে আমি (মোদী) বড় হয়ে গিয়েছি। তুমি সত্যের কথা বলতে, আমি মিথ্যা কথা বলি। দেখ দেশে আজ কে বড়!’ পাশাপাশি মিথ্যাচারিতা নিয়েও প্রধানমন্ত্রীকে বিঁধেছেন তিনি। তাঁর দাবি, গান্ধীজি সাম্যে বিশ্বাসী ছিলেন, কিন্তু মোদী কেবলমাত্র বড় শিল্পপতিদের কথা ভাবেন। তাই একদিক থেকে তিনি আশ্রমে না আসায় ভালোই হয়েছে বলে মনে করেন ওই ট্রাস্টি।