নির্বাচন কমিশন বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের গানে এখনও ছাড়পত্র দেয়নি। পুরো বিষয়টা এখনো জাতীয় নির্বাচন কমিশনের বিচারাধীন রয়েছে। সিইও সঞ্জয় বসু জানিয়েছেন, গানটার ভবিষ্যৎ কি কেউ জানে না। আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এমনকি বাবুল সুপ্রিয়কে শোকজ করেছে নির্বাচন কমিশন। মিডিয়া সার্টিফিকেশন ছাড়া তিনি কি ভাবে সোশ্যাল মিডিয়াতে বিজেপির থিম সং ছেড়ে দিয়েছেন সেই প্রশ্ন ওঠে তাঁর বিরুদ্ধে৷
বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বিজেপির থিম সং সংক্রান্ত যেই অভিযোগ ওঠে তারপরই নির্বাচন কমিশন গানের ভিডিও চেয়ে পাঠায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া বাবুল সুপ্রিয়ের গানটি আসলে একটি বিজ্ঞাপন বলে অভিযোগ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে ওই গান প্রচারের ক্ষেত্রে কোনও অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যমে নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দেওয়ার জন্য কমিশনের লিখিত অনুমতি লাগে। ওই শংসাপত্র ছাড়া কোনও বিজ্ঞাপন চালানো যায় না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া বাবুল সুপ্রিয়ের গানটি আসলে একটি বিজ্ঞাপন বলে অভিযোগ। বঙ্গ বিজেপির জন্য থিম সং তৈরি করেন বাবুল সুপ্রিয়। এই গানের জন্যই নির্বাচন কমিশন তাঁকে শোকজ করেছে।