বাংলায় ভোট নিয়ে তৃণমূল যুবকর্মীদের তুমুল উন্মাদনা সৃষ্টি হয়েছে। আরামবাগে তৃণমূলের ঘাসফুল প্রতীকের নকলে বা ইংরেজি হরফে ‘টিএমসি’ নকশায় চুল ছাঁটার হিড়িক পড়ে গেছে। এই চুল কাটার জন্য যুবকদের এত ভিড় হচ্ছে যে, রীতিমত আগে থেকে নাম লিখিয়ে রাখতে হচ্ছে। চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সেলুনের কর্মচারীরা। কারও আবদার— মাথায় চুল থাকবে ঘাসফুলের মতো। কেউ চাইছেন ইংরেজিতে ‘টিএমসি’ লেখা থাকবে।
তৃণমূলের প্রতীকে চুল ছাঁটিয়েছেন আরামবাগ ৬ নম্বর ওয়ার্ডের আন্দিমহল্লার বাসিন্দা শেখ আরমান। দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত। পেশায় সবজি বিক্রেতা। শেখ আরমান মমতা বন্দোপাধ্যায়ের অন্ধ ভক্ত। আরমানের কথায়, “গত কয়েক বছরে দিদি যেভাবে আমাদের রাজ্যের উন্নতি করেছেন, তা ভোলার নয়। তাই আমরা চাই, দিদি এ রাজ্যে বারবার ক্ষমতায় আসুন। শুধু এ রাজ্যের নয়, দেশেরও সর্বোচ্চ পদে বসুন। আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চাই। তাই তৃণমূল এবং দিদির প্রচার করতে চেয়ে এই হেয়ার স্টাইল করতে চাইছি। এভাবে চুল ছাঁটাতে পেরে আমি ভীষণই খুশি। তবে সবচেয়ে খুশি হব দিদি প্রধানমন্ত্রী হলে”।
আরামবাগ বাসস্ট্যান্ড এলাকার একজন সেলুনমালিক সন্তু রানা বলছিলেন, “কয়েকদিন ধরেই তৃণমূলের ভক্তরা ঘাসফুলের প্রতীক এবং টিএমসি লেখা চুলের ছাঁট দেওয়ার জন্য আসছেন। কিন্তু একেকজনের ছাঁট দিতে অনেক সময় লেগে যাচ্ছে। ফলে অনেকে নাম লিখিয়ে চলে যাচ্ছেন। পরে সময়মতো এসে তাঁরা চুল ছাঁটিয়ে নিচ্ছেন”। একজনের চুলের ছাঁট দিতে লাগছে ১৫০ টাকা। সাধারণ ছাঁটের ক্ষেত্রে পারিশ্রমিক কম। কিন্তু এক্ষেত্রে পরিশ্রম অনেক বেশি তাই টাকার অঙ্কও বেশি। তবে টাকার জন্য কেউই অসন্তুষ্ট হচ্ছেন না। বরং পছন্দমতো ছাঁট দিইয়ে খুশিমনেই পারিশ্রমিক দিয়ে যাচ্ছেন।