আগামী ২০ এপ্রিল ভারতের বিশ্বকাপ দলে কে থাকবে দীনেশ কার্তিক নাকি ঋষভ পন্থ, এই সব কিছুর উত্তর পাওয়া যাবে। কারণ নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানান, আগামী ২০ এপ্রিল ভারতের বিশ্বকাপ দল ঘোষিত হবে। আপাতত ২০ এপ্রিল দল নির্বাচন এটা ঠিক করা আছে। কিন্তু প্রসাদ বলেছেন, আইপিএলের মরশুমে তেমন হলে দু-একদিন আগেও দল বেছে নেওয়া হতে পারে। তিনি না বললেও এটা পরিষ্কার যে, ভরা আইপিএলের মধ্যে দল নির্বাচনী সভার জন্য বিরাটের সময় বের করাটাও জরুরী। ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ মে। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের সিরিজে খেলানো হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। এটা বোর্ডের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সিদ্ধান্ত তো বটেই, সেই সঙ্গে দেখে নেওয়া হল ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম। যার বিচারে বেরিয়ে আসছে যে, কে থাকবে বিশ্বকাপের দলে। এমনিতে বিশ্বকাপ দল প্রায় তৈরি। কিন্তু চার নম্বরে কে থাকে এখন সেটাই দেখার। একদিনের ক্রিকেটের চৌহদ্দির কাছাকাছি না থাকা অজিঙ্ক রাহানের নাম হঠাৎ ভেসে উঠেছে। কিন্তু রাহানে শেষ পর্যন্ত ইংল্যান্ডের উড়ানে উঠতে পারবেন কি না তা বোঝা যাচ্ছে না। এমনিতে বিশ্বকাপ স্কোয়াড প্রায় তৈরি। আর কিছুটা সংশয় তৃতীয় স্পিনারকে নিয়ে। চাহাল আর কুলদীপ দলে ঢুকেই পড়েছেন। বিরাট কোহলি ও তাঁর ছেলেরা ইংল্যান্ড ও ওয়েলসে দুর্দান্ত ক্রিকেট খেলে আসবেন। প্রসাদ বলেন, তিনি ও তাঁর পরিবার ঈশ্বরভক্ত। আর সেই বিশ্বাসকে সঙ্গী করে তাঁর ধারনা হয়েছে যে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দল ভালই করবে।