হাতে বাকি আর মাত্র ৯ দিন। তারপরেই দেশজুড়ে শুরু হয়ে লোকসভা নির্বাচন। কিন্তু আনুষ্ঠানিক ভাবে ভোটযুদ্ধ শুরুর আগেই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বেধে গেল বিহারের যাদবকুলে। এবার সম্মুখ সমরে নামল লালুপ্রসাদ যাদবের দুই ছেলে তেজপ্রতাপ ও তেজস্বী যাদব। আর তার ফলেই জন্ম নিলে এক নতুন দল, ‘লালু-রাবড়ি মোর্চা’! এই দলের প্রতিষ্ঠাতা লালুর বড় ছেলে তেজপ্রতাপ।
বাবা মুখ্যমন্ত্রী হয়েছেন, মা মুখ্যমন্ত্রী হয়েছেন। ছোট ভাই তেজস্বী যাদবও নীতীশ কুমারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হয়েছেন। এবং সে-ই এখন বাবার রাষ্ট্রীয় জনতা দলের মুখ। অন্যদিকে, বড় ভাই অর্থাৎ তাঁকে কেউ গুরুত্বই দিতে চায় না। মাত্র দুটি আসন চেয়েছিলেন তেজপ্রতাপ। কিন্তু ভাই সেটাও দিতে নারাজ। এরপরই তেজস্বীকে বিপাকে ফেলতে নতুন দল গড়ার সিদ্ধান্ত নেয় তেজপ্রতাপ। শুধু তাই নয়, সেই দলের নামে বাবা-মাকে জুড়ে দিয়ে এ-ও বুঝিয়ে দিয়েছেন তিনি যাদব পরিবারেরই।
জানা গেছে, শেওহর ও জেহনাবাদ, এই দুটি আসন নিয়েই চলছিল ভায়ে ভায়ে বিবাদ। তার জেরেই গতকাল, সোমবারই পাটনায় নতুন দলের ঘোষণা করেন তেজপ্রতাপ। এর আগে গত শনিবার তিনি ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন ভাইকে। দাবি ছিল, তাঁর অনুগামীদের ওই দুই কেন্দ্রে প্রার্থী করতে হবে। কিন্তু তেজস্বী তা না মানায় দল গঠন করতে বাধ্য হন তেজপ্রতাপ। স্বাভাবিকভাবেই এর ফলে লোকসভার ভোটের ঠিক মুখে প্রকাশ্যে চলে এল লালুর ঘরের ভাঙন।