১১ এপ্রিল নির্বাচন আলিপুরদুয়ারে। হাতে মাত্র এক সপ্তাহ বাকি। তাই শেষ লগ্নের প্রচারে ব্যস্ত সব দল। কিন্তু প্রতিবেশী রাজ্যের সীমানা লাগোয়া নির্বাচনী কেন্দ্রগুলিতে ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এনআরসি৷ সোমবার আলিপুরদুয়ারে জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী নাগরিকপঞ্জি ইস্যুতে বিজেপি বিরোধী সুর চড়ালেন৷ তাঁর সাবধানবাণী, “কেন্দ্রীয় সরকার এনআরসি চালু করে অসম থেকে বাঙালিদের তাড়িয়েছে। ফের যদি তারা ক্ষমতায় আসে তাহলে বাংলা থেকে বাঙালিদেরও বিতাড়িত করবে। তাই এখন থেকেই সাবধান হোন সকলে। নিজেদের স্বার্থেই একটি ভোটও তৃণমূল ছাড়া কাউকে দেবে না”।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দশরথ তিরকের জন্য সোমবার সকালে তৃণমূল নেতৃত্ব এলাকায় একটি জনসভার আয়োজন করে৷ সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতা, কর্মীরা। সভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন তাঁরা। সোমবার সকালে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের সোনগাছি চা বাগানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকের সমর্থনে সভার আয়োজন করে তৃণমূল। এই সভায় বক্তব্য রাখেন দশরথ তিরকে ও তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী। এই সভার পর এদিন নাকটি চা বাগানের জাহাজ বস্তি পরিদর্শনে যান দশরথ তিরকে ও সৌরভ চক্রবর্তী। সঙ্গে ছিলেন মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা, প্রাক্তন বিধায়ক জোসেফ মুণ্ডা সহ অন্যান্যরা। সেখানে নেওড়া ভ্যালির ধারে পর্যটক বিভাগের তরফে কোনও কিছু নির্মাণ করা যায় কি না, সে বিষয়ে সকলের সাথে কথা বলে তৃণমূল নেতৃত্ব।