জোরকদমে চলছে প্রচার। তারই মধ্যে চলে এল মনোনয়ন পত্র জমা দেওয়ার পালা। পঞ্জিকার দিনক্ষণ দেখে আগামী ১২ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেবেন দীনেশ ত্রিবেদী এবং মমতাবালা ঠাকুর।
উত্তর ২৪ পরগণা জেলায় বারাসত, বসিরহাট, বনগাঁ , বারাকপুর এবং দমদম মিলিয়ে মোট পাঁচটি লোকসভা কেন্দ্র রয়েছে। সবকটিই তৃণমূলের দখলে। পুরোহিত মশাই পঞ্জিকা দেখে মমতা ঠাকুর এবং দীনেশ ত্রিবেদীর মনোনয়নপত্র জমা দেওয়ার জন্যে আগামী ১২ এপ্রিলকেই শুভদিন বলে ভেবেছেন।
অন্যদিকে বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত, বারাসতের কাকলি এবং দমদমের সৌগতর জন্যে পুরোহিত মশাই আগামী ২৬ এপ্রিলকে নির্ধারণ করেছেন। সেই মত দলের তরফে প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, “যে কোনও ভালো কাজেই আমরা পঞ্জিকা দেখে শুভদিন ঠিক করি। প্রার্থীরা ভোটে লড়াই করবেন, তাই যেদিন মনোনয়ন জমা দেবেন, তা শুভ হওয়া দরকার। তাই আমরা পুরোহিতের নির্ধারিত দিনেই মনোনয়ন পত্র জমা দেব”।