কয়েকদিন আগেই কুরলা স্টেশনে অপরিচ্ছন্ন নিম্বুপানি তৈরির ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার রেলের খাবার স্টলের আরেকটি ভিডিও ভাইরাল হল। স্টলে সাজানো সারি সারি খাবার। রয়েছে চিপস, পানীয়, আর তাঁর উপর দিয়েই হেঁটে বেড়াচ্ছে ইঁদুর ছানা। মধ্য রেলের বান্দ্রা স্টেশনের এমনই এক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে। ইউটিউব থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সর্বত্র ঘুরছে এই ভিডিও।
শনিবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রথমবার দেখা যায়। এর পর থেকেই তা ছড়াতে থাকে বিভিন্ন সাইটে। সঙ্গে সঙ্গেই অবশ্য ব্যবস্থা নিয়েছে রেল। ভিডিওটি দেখার পরেই বান্দ্রা জিআরপির সিনিয়র ইন্সপেক্টর সুনীল যাদব ওই দোকানটি বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি ওই স্টল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুরলা স্টেশনে অপরিচ্ছন্ন উপায়ে নিম্বু পানি তৈরি করার ভিডিও ভাইরা হয়। তাতে দেখা যায়, রেল ক্যান্টিনের এক কর্মী লেবুর রস বানাচ্ছেন অস্বাস্থ্যকর উপায়ে। তারপরই মধ্য রেল বিজ্ঞপ্তি জারি করে নিম্বু পানি বিক্রির উপরেই নিষেধাজ্ঞা জারি করেছে।