প্রখর রোদ উপেক্ষা করে রবিবার দিনভর প্রচারে ব্যস্ত থাকলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। গতকাল সকালে বাকুড়া-১ ব্লকের পুয়াবাগান এলাকায় কর্মীসভায় করেন। ওই সভায় দলের নেতাকর্মীদের নিয়ে প্রচারের রণকৌশল ঠিক করেন।
সভার শেষে আদিবাসী শিল্পীদের থেকে ধামসা নিয়ে বাজাতে শুরু করেন। তাঁর হাতিয়ার জল পরিষেবা। তা তুলে ধরেই কর্মীদের বলেন, ‘‘চৌত্রিশ বছরে এ রাজ্যে বামফ্রন্ট মানুষকে জল দিতে পারেনি। আর বিজেপি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করাকে প্রাধান্য দেয়। আমরা কাজ করি। জল দিয়ে ভোট চাইতে এসেছি।’’
খ্রিস্টধর্মাবলম্বীদের কাছে পৌঁছতে রবিবার গির্জায়-গির্জায় দৌড়চ্ছেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী ম়ৃগাঙ্ক মাহাতো। গত রবিবার তিনি গিয়েছিলেন পুরুলিয়া শহরের একটি গির্জায়। এই রবিবার সকালে পৌঁছে গেলেন বাঘমুণ্ডির বুড়দা গ্রামের গির্জায়। পরে যান বাঘমুণ্ডির কড়েং গ্রামের একটি গির্জায়। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা সকালে কোতুলপুরের গোপীনাথপুরে কর্মীদের নিয়ে সাইকেল মিছিল করেন। পরে সেখানেই হুড খোলা গাড়িতে এলাকা ঘোরেন। পরে জয়পুরে শিক্ষকদের নিয়ে সভা করেন। তারপর যান ওন্দা বিধানসভা এলাকায়।