আজ রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। গত দুই ম্যাচে জিতে চেন্নাইয়ের মনোবল এখন অনেক বেড়ে গেছে। যদিও প্রতিপক্ষ রয়্যালস প্রথম দুই ম্যাচই হেরেছে। চেন্নাইকে সব সময়ই এগিয়ে রেখেছে ধোনির শান্ত ক্ষুরধার মস্তিষ্ক এবং হরভজন, ইমরান তাহিরের মতো প্লেয়াররা। ঘরের মাঠে প্রতিপক্ষকে হারাতে ধোনির দলের ১১ জন কে দেখে নেওয়া যাক।
আজ চেন্নাইয়ের হয়ে ওপেন করবেন শেন ওয়াটসন। অম্বাতি রায়ুডুর নামার কথা তাঁর সঙ্গে। তিনি যথেষ্ট দায়িত্বশীল ইনিংস খেলেছেন গত ম্যাচে। আইপিএলে ৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার সুরেশ রায়নার নামার কথা তিনে। চেন্নাইয়ের অধিনায়কের ক্ষুরধার মস্তিষ্ক অভিজ্ঞতা সব কিছুর মিশেল নিয়ে মাহি চার নম্বরে নামতে পারেন। পাঁচে কেদার যাদব ছয়ে ডোয়েন ব্রাভোর। গত ম্যাচে দারুন খেলেছেন রবীন্দ্র জাডেজা। তিনি নামবেন সাতে। দীপক চাহার আটে। শার্দূল ঠাকুর নয়ে। হরভজন সিং নামবেন দশ নম্বরে। তিনি দলের সম্পদ৷ সবশেষে ১১ নম্বরে নামবেন ইমরান তাহির। প্রতিপক্ষকে স্পিনের ধাক্কায় হারাতে তার জুড়ি মেলা ভার। এবার দেখার এই ম্যাচে শেষ জয়ের হাসি কোন দল হাসে।