শুরু হয়ে গেছে গ্রীষ্মের দাবদাহ। প্রথম থেকেই থাবা বসাচ্ছে গরম। মাঝেমধ্যে বৃষ্টি হলেও তার রেশ স্থায়ী হচ্ছে না বেশিক্ষণ। একটু বেলা বাড়তেই অনুভূত হচ্ছে তীব্র গরম। কপাল বেয়ে গড়াচ্ছে ঘাম। গরমের তাতকে আরও বাড়িয়ে দিয়ে হাওয়া দফতর জানালও মে মাসের প্রথম থেকেই বাড়বে গরম।
তাপমাত্রার পূর্বাভাস বলছে, তাপমাত্রার পারদ ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ দিল্লিতে আগামী সপ্তাহের শুরুতেই তাপমাত্রা একলাফে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে৷ দিল্লির উত্তরে বিকেলের পর খানিকটা স্বস্তি মিলবে৷ রাতেও চলবে তাপপ্রবাহ৷ সবচেয়ে বেশি গরম পড়বে উপকূলবর্তী এলাকায়।
হাওয়া অফিস জানাচ্ছে, অত্যন্ত বিপজ্জনক ওই তাপপ্রবাহ ভারতের কয়েক লক্ষ মানুষকে বিপদে ফেলবে৷ মৃত্যুও হতে পারে বহু৷ এবং এই তাপপ্রবাহ থেকে বাঁচারও কোনও অবকাশ নেই বলেও স্পষ্ট জানিয়ে দিচ্ছে আবহাওয়া দফতর। ভারতের বেশির ভাগ অংশেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির উপর উঠে যাবে৷’ এই তীব্র দহন থেকে শুধুমাত্র বাঁচবে উত্তর-পূর্ব ভারতে হিমালয় ঘেঁষা এলাকাগুলি৷ সবচেয়ে খারাপ অবস্থা হবে উপকূল এলাকায়৷ উপকূলবর্তী অঞ্চলগুলিতে তীব্র গরম ও সঙ্গে তাপপ্রবাহে জেরবার হবে ভারতের মানুষ৷