সাংসদ তহবিলের টাকা খরচেও এগিয়ে তৃণমূলের সাংসদেরা। সবচেয়ে বেশী টাকা খরচ হয়েছেও বাংলাতে কেন্দ্রীয় পরিসংখ্যানেই উঠে এসেছে এই তথ্য। মজার কথা এই তালিকায় সবার পেছনে রয়েছে মোদীর রাজ্য গুজরাত।
বছরে পাঁচ কোটি। এবং পাঁচ বছরে ২৫ কোটি টাকা এলাকার উন্নয়নের জন্য পান সাংসদরা। ৫৪৩ জন সাংসদের মধ্যে মাত্র ৩৫ জন সাংসদই তাঁদের তহবিলের টাকা এলাকার উন্নয়নের জন্য খরচ করতে পেরেছেন। বাকি ৫১৯ জন সাংসদ তাঁদের তহবিলের টাকা খরচ করেননি। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের তথ্য বলছে, সাংসদের অনুমতি ছাড়া এই তহবিলের টাকা ব্যবহার করা যায় না। এবং জেলাশাসকদের কাছেই প্রথমে সেই টাকা আসে। প্রশ্ন উঠেছে, দেশের এই ৫১৯ জন সাংসদই কী তাহলে তাঁদের তহবিলের টাকা এলাকার উন্নয়নে ব্যবহার করেননি? দেশের অধিকাংশ রাজ্যই কিন্তু বিজেপির শাসনে রয়েছে। তাহলে মোদীর ভাষায় উন্নয়নের জোয়ার বয়েছে কোন রাজ্যে?
উন্নয়নের জোয়ার এসেছে মমতার রাজ্য বাংলায়। ৩৪ জন সাংসদের মধ্যে অধিকাংশ তৃণমূল সাংসদই তাঁদের তহবিলের টাকা খরচ করে ফেলেছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের ফলশ্রুতি। রাজ্যে যে উন্নয়নের কাজ হয়েছে তা স্বীকার করেছেন বিরোধীরাও। সেই উন্নয়নকে মন্ত্র করেই আরও একটি লোকসভা ভোটের বৈতরণী পার করতে চলেছে তৃণমূল।
রিপোর্টে আরও একটি যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তাতে জানা গিয়েছে, এই তালিকায় সবচেয়ে পিছনে রয়েছে মোদীর রাজ্য গুজরাত। মাত্র দু’জন সাংসদ তাঁদের তহবিলের টাকা খরচ করেছেন। নীতীশের বিহারের দশা তো আরও করুন। মাত্র একজন সাংসদ তাঁর তহবিলের টাকা খরচ করেছেন এখানে। মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, রাজস্থানের অবস্থাও এক।
