গতকালের আইপিএলের ম্যাচ রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয়ী হয়েছে হায়দ্রাবাদ সানরাইজার। ৫৫ বলে ১০২ রান করে রাজস্থানের রানকে ১৯৮ অবধি পৌঁছে দিয়েছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু ডেভিড ওয়ার্নারের জন্য তিনি নায়ক হতে পারলেন না। ১৯৯ রান তাড়া করতে নেমে ৩৭ বলে ৬৯ রান করেন ওয়ার্নার। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় হায়দ্রাবাদ। ম্যাচের শেষে স্যামসন স্বীকারই করে নিলেন, ওয়ার্নারই তাঁদের হারিয়ে দিয়েছেন। স্যামসন তো ওয়ার্নারকে বলেই দেন, “তুমি যেভাবে ব্যাট করলে তাতে আমার শতরান যথেষ্ট ছিল না। তুমি যেভাবে খেলা শুরু করেছিলে, তাতে পাওয়া প্লেতেই আমরা হেরে যাই। বিপক্ষে তোমার মতো ব্যাটসম্যান থাকলে বোর্ডে ২৫০ রান দরকার”। বিপরীতে ওয়ার্নার বলেন, “বড় রান তাড়া করতে হলে শুরু থেকেই চালাতে হবে। লক্ষ্য থাকবে পাওয়ার প্লেতে যতটা সম্ভব রান তুলে নেওয়া। সেই চেষ্টাই করেছি। তারফলেই দল জিতেছে”।
অন্যদিকে আইপিএলে দ্বিতীয় শতরান হয়ে গেল স্যামসনের। ভারতীয়দের মধ্যে বিরাটের রয়েছে চারটি শতরান। এছাড়া মুরলি বিজয় ও বীরেন্দ্র শেহবাগ দুটি করে শতরান করেছেন। সঞ্জু স্যামসন আইপিএলে এর আগেও শতরান করেছে। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শুক্রবার ৫৫ বলে ওর ১০২ রানের অপরাজিত ইনিংস সঞ্জু সাজিয়েছিল ১০টা চার ও চারটে ছয় দিয়ে। গতকালের ম্যাচ নিয়ে সম্বরণ বন্দোপাধ্যায় বলেছেন, “সঞ্জু স্যামসনও এই প্রতিযোগিতার আকর্ষণীয় ব্যাটসম্যানদের মধ্যে কোনও অংশে কম নয়। সঞ্জুর ব্যাটিংয়ে বরং ঋষভের চেয়ে অনেক বেশি ভারসাম্য দেখতে পাচ্ছি”।